Home » শেষের পাতা » বন্দরে ২৭টি পূজামন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নগরবাসীর মৌলিক চাহিদা পূরণ করবো: মাসুম বিল্লাহ

০৫ জানুয়ারি, ২০২২ | ৮:৩০ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 71 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা হলো মানুষের মৌলিক অধিকার। নগরাবাসীর অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করাসহ অসহায়, গরীবদের ক্ষেত্রে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জে পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাতপাখাকে বিজয়ী করুন। নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হাতপাখায় ভোট দিন। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নাসিক ১৯ ও ২০নং ওয়ার্ডে হাতপাখার গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, নগর সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সদস্য মীর মোসাদ্দেক আহমদ সুমন, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুহা. মোস্তফা তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *