না’গঞ্জের রাহাত পেলো জয়ের ল্যাপটপ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ল্যাপটপ পেয়েছেন নারায়ণগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখায় মেধাবী শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী মো. রাহাত। সে এই বছর এইচ.এস.সি পরীক্ষার্থী। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ রাহাতের হাতে ল্যাপটপটি তুলে দেন। রাহাত মনে করে এই ল্যাপটপের মাধ্যমে অনলাইন ক্লাস করতে পারবে, যেকোনো একটি প্লাটফর্মে অনলাইন কাজ করতে পারবে। এই ল্যাপটপ পেয়ে সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন রাহাত। এই উপহার নিয়ে রাহাত তার প্রিয় নারায়ণগঞ্জ কলেজে এসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক (রুমন রেজা) এবং গর্ভনিং বডির সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু’র মাধ্যমে ল্যাপটপের মোড়াক উন্মোচন করতে অনুরোধ করে।
Leave a Reply