One

না’গঞ্জে প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন

ডান্ডিবার্তা | নভেম্বর ১৫, ২০২৩ ১০:২০

ডান্ডিবার্তা রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষ্যে নগর ভবনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন। উদ্বোধনী অনুষ্ঠানে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইসহ জেলা, মহানগর আওয়ামীলীগ ও সগযোগি সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলে নাসিকের কাউন্সিলর, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও নগরবাসী। সিটি করপোরেশনের যে ১০টি প্রকল্প উদ্বোধন হলো: নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার পর নগবর ভবনের অভ্যন্তরে নাসিক মেয়র সেলিনা হায়ত আইভী ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এমপি প্রধানমন্ত্রীর পক্ষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রকল্পগুলোর নাম ফলক উম্মোচন করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ফতুল্লায় পঞ্চবটী থেকে মুক্তারপুর রাস্তা প্রসস্ত ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্প উদ্বোধন করার পর, প্রধানমন্ত্রীর নির্দেশে ফলক উন্মোচন করার সময় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, বিএনপি-জামাত আগেও যেভাবে আগুন সন্ত্রাস করেছে একইভাবে আবার তারা আগুন সন্ত্রাস করার চেষ্টা করছে। আমাদের কাছে খবর আছে বিএনপি-জামাতের আগামী ৮-১০ দিনের মধ্যে আরও ব্যাপক ভাবে বাড়াবে এবং হিংসাত্বক কার্জকলাপ আরও বাড়াবে। তাদের উদ্দেশ্য তত্ত্বাবধায়ক সরকার না, তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে একটি পাপের সরকার আসে। আর সেই সুযোগে আবারো দেশকে কলোনী রূপে রূপান্তরিত করার প্রচেষ্টা চলছে। আমাদের ছোট্ট একটা দেশ, সারা পৃথিবীতে বহু জায়গায় নির্বাচন হচ্ছে সেটা নিয়ে কোন কথা নাই। গাজাতে মানুষ পুড়িয়ে ছারখার করে ফেলছে, হাসপাতালে আগুন দিচ্ছে। ঠিক একই কাজ এরা করছে, সেখানে মানবধিকারে কোন প্রশ্ন উঠছে না। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ব্যাপারে সবাই খুব উদগ্রীব। এর একটাই কারণ, সেটা হলো আমাদের ভৌগলিক সীমা, এর জন্য আমরা খুব ইমপ্রটেন্ট একটা জোনে পরিণত হয়েছি। যার জন্য পরাশক্তি ও বাংলাদেশে যারা আছে যাদের মধ্যে দেশ প্রেম নাই। বিশেষ করে লন্ডন থেকে তারেক রহমান যে কোন পন্থায় এই নির্বাচনকে বন্ধ করতে চায়। ’এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসসের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। শামীম ওসমান বলেন, আমি আল্লাহর উপর ভরসা রাখতে চাই ইনশাআল্লাহ নির্বাচন হবে, সময় মতো হবে। হয়তো কিছু ডালপালা ভাঙ্গবে-পুড়বে, কিছু শামীম ওসমান মরবে, কিছু আহত-নিহত হবে। ওরা আমাদের আঘাত করবে। ওরা বার বার আঘাত করেছে। জাতির পিতার কণ্যাকে মেরে ফেলার জন্য ২১বার চেষ্টা করেছে, আমাদের উপর বোমা হামলা করেছে, বহু নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের প্রতি নির্দেশ আছে শন্তিপূণ অবস্থান রাখতে, আমরা সেটা রাখবো এবং সময় মতো নির্বাচন হবে। উন্নয়ণের কর্মকান্ড চলছে এবং চলামান থাকবে। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আছে এই দেশ আরও উপরে যাবে। এই উন্নয়নের যাত্রা অব্যহত থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বিএনপি-জামাতের নাশকতা নিয়ে শামীম ওসমান বলেন, মানুষের জান মাল রক্ষা করা পুলিশের কর্তব্য, আমরা হলাম জনগণের বেসক। জনগণ যদি বলে আমরা এটা রক্ষা করতে চাই, তাহলে আমরা প্রতিহত করবো। কারণ বিএনপি-জামাতের থেকে জনগণের শক্তি অনেক বেশী, যারা দুষ্কৃতিকারী তারা গুটি কয়েকজন। তাদের উদ্দেশ্য একটা কথাই থাকবে ‘আপনাদের বুঝা উচিৎ যাদের গাড়িতে আগুন দিচ্ছেন, মানুষ মারছেন, মৃত পুলিশ অফিসারকে চাবাতি দিয়ে কোপাচ্ছেন, এটা মানুষের ধৈর্য সিমার বাহিরে চলে যাচ্ছে। আপনারা আগুন দিয়ে বাড়ি চলে যাচ্ছেন আপনাদের বাড়ি ঘর আছে, যদি মানুষ একবার আপনাদের দিকে সেই নজর দেয় তাহলে সেটা রক্ষা করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। সো তাদের সেই পথ থেকে বের হওয়া উচিৎ। যেই খুনি তার মায়ের জন্য চিন্তা করে না, সে বাচ্চা গুলোকে অপরাধ করিয়ে তাদের জীবন নষ্ট করছে। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারা জেলে থাকলে তারেক রহমান কিন্তু তাদের খবর রাখবে না। তাই আপনারা আপনাদের সন্তানদের এই খারাপ কাজে যেতে দিবেন না, তাদের সাথে মেশাপা বন্ধ করেন। নাসিকের ১০টি প্রকল্প উদ্বোধনের পাশাপাশি নারায়ণগঞ্জে ৬টি ফেরিসহ মোট ২২টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নৌ পরিবহন মন্ত্রনালয়ের কার্যাদেশে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৬টি ইমপ্রুভড টাইপ ফেরি নির্মাণ করেছে কর্নফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। নব নির্মিত এই ফেরিগুলো নদীবহুল বাংলাদেশের নদী দ্বারা বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থায় যাত্রী পারাপার ও অভ্যন্তরীন পরিবহন খাতসহ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধমে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি ফেরিসহ মোট ১৫৭টি প্রকল্প উদ্বোধন করেন। বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয় দেশের নৌবহরকে আধুনিকায়ন ও শক্তিশালী করতে নবনির্মিত ফেরিগুলোতে জাপানি ইঞ্জিন ব্যবহার করেছে। প্রতিটি ফেরিতে ২২২ জন যাত্রী সহ পরিবহন পারাপারের জন্য ৭০০ স্কয়ার মিটার যায়গা থাকবে যাতে ১৪টি ট্রাক এক সাথে নদীপথ পারি দিতে পারবে। প্রতিটি ফেরির দৈর্ঘ ৫৬ মিটার, প্রস্থ ১২.৫ মিটার, গভীরতা ২.৯ মিটার এবং ড্রাফট ১.৭ মিটার। ফেরি গুলোর ট্রায়ালের গতি থাকবে ১০.৫০ নটিক্যাল মাইল। প্রতিটি ফেরির নির্মাণ ব্যয় হয়েছে ২৩ কোটি ৩৩ লক্ষ টাকা। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে আরো দশটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি পূর্বাচলে শেখ হাসিনা স্মরণী সহ বিআইডব্লিউটিএর বেশ কিছু প্রকল্প উদ্বোধন এবং বেশ কিছু প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি। বিআইডব্লিটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম বলেন, পুরোনো ফেরিগুলোর জীবনকাল শেষ হওয়ায় নতুন এই আধুনিক ফেরিগুলো বিআইডব্লিউটিসির বহরে যুক্ত করা হচ্ছে। বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও যেন নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারে সেই প্রযুক্তিগত দিক গুরুত্ব দিয়ে এই ফেরিগুরো নির্মাণ করা হয়েছে। উপকূলীয় এলাকার যারা রয়েছেন তাদের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা সেবা দিতে পারিনি। এই ফেরিগুলো আধুনিক সিগন্যালিং ব্যবস্থা থাকায় দুর্যোগপূর্ণ পরিবেশে উপকূলীয় এলাকায় সেবা প্রদান করা যাবে। বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল বলেন, বাংলাদেশে সড়ক নেটওয়ার্ক ব্যপকভাবে বিস্তার লাভ করেছে। আমাদের বেশিরভাগ রুটে নতুন ব্রিজ হয়েছে, সেই সাথে ওই রুটের ফেরিগুলোর লাইফ টাইম শেষ হয়ে গেছে। একই সাথে নতুন নতুন রুট তৈরির ফলে যোগাযোগে আমাদের নেটওয়ার্ক বিস্তৃতি পেয়েছে। নব্য তৈরি হওয়া ফেরিগুলো দীর্ঘতম রুট গুলোতে দেওয়া হবে। এর ফলে দ্রুততম সময়ে আধুনিক ফেরি সেবা পাবে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + one =

01

Sunday

January

2023

.
HH:MM:SS:AM/PM

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২

ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]

ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল

ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]

নারায়ণগঞ্জ জেলা

AvovBnvRvi‡mvbviMvue›`iiƒcMÄwmw×iMÄdZzj­vm`i

বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪

আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]

মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?

ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭

হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩৩
  • ৬:২৭

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Copyright © Dundeebarta 2023