না’গঞ্জে বহিরাগতরা প্রবেশ করতে পারবে না: এসপি

ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, দুষ্কৃতকারীদের আমরা ছাড় দেবো না। নির্বাচনে কাউকে অরাজকতা করার সুযোগ আমরা দিবো না। আমরা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছি, কঠোর অবস্থানে থাকবো। ভোটার যারা তারা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে আসবেন। কোন ধরনের বাধা বিপত্তি থাকবে না। যদি কেউ বাধার সৃষ্টি করে তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করবো। আমরা চাচ্ছি এ নির্বাচনটি সারা বাংলাদেশে একটি মডেল নির্বাচন হবে। গতকাল শনিবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে সিটি নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসপি বলেন, ইতিমধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার চলে গেছে। একেকটি কেন্দ্রে ৫-৬ জন পুলিশের নেতৃত্বে ১৫-২০ জন আনসার কাজ করবেন। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব) ও বিজিবি কাজ করবে। প্রতিটি মহল্লায় নিরাপত্তার বলয়ে আনব। কোথাও যেন কোন সমস্যা না হয় সে দিকে সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি ওয়ার্ডে তিনটি আর্মড পুলিশের মোবাইল কোর্ট, র্যাবের মোবাইল কোর্ট, স্ট্রাইকিং ফোর্স ও এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে। নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে চলবে এই নির্বাচন। তিনি আরও বলেন, কোন বহিরাগতদের আমরা নারায়ণগঞ্জে প্রবেশ করতে দিবো না। আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় মোবাইল টিম থাকবে এবং চেকপোস্ট থাকবে। জাতীয় পরিচয়পত্র দেখে আমরা মানুষকে চলাচল করতে দিবো। যারা মহানগর এলাকায় কাল বের হবেন তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খশরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরি, আঞ্চলিক কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply