না’গঞ্জে বিয়ারসহ রাজু আটক

ডান্ডিবার্তা রিপোর্ট
১২০ ক্যান বিয়ারসহ এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, আটক য্বুক পেশাদার মাদক ব্যবসায়ী। ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে ফতুল্লা থানার মামলা নং- ৮৯, তারিখ- ৩০/৪/২০২২ রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম রাজু। সে পূর্ব লামাপাড়ার মৃত আশোক আলীর ছেলে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি ১২০ ক্যান বিয়ারসহ রাজুকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছেন। গ্রেপ্তার রাজুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply