না’গঞ্জ ক্লাবের নির্বাচন জমে উঠেছে

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পরিষদের ২০২২ সালের নির্বাচন আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবারের নির্বাচনে সভাপতি পদে আসিফ হাসান মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আসিফ হাসান মাহমুদ নারায়ণগঞ্জ ক্লাবে প্রথম সভাপতি যার পিতা এ এইচ মাহমুদ নারায়ণগঞ্জ ক্লাবের প্রাক্তন সভাপতি ছিলেন। সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফয়েজ উদ্দিন আহাম্মেদ লাভলু। আগামী বছরের পরিচালনা পরিষদে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানিম তৌহিদ ও মোস্তফা এমরানুল হক। এছাড়া পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুজ্জামান মৃধা, হাজী কামাল উদ্দিন আহাম্মেদ, আলহাজ্ব মনির হোসেন, সাদিকুস সামাদ রিপন, এস এম শাহীন, তাসলিম উদ্দিন খান শিশু, আলহাজ্ব মো: শাহীন, শামীম রেজা ও হোসেন মনির। ৯জন প্রতিদ্বন্দ্বির মধ্যে ৮জন পরিচালক নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ ক্লাবের অন্যান্য নির্বাচনের চাইতে প্রায় দ্বিগুন ভোটার ভোট প্রদান করবেন। এবার নারায়ণগঞ্জ ক্লাবে মোট ভোটারের সংখ্যা ২১৩১জন। নির্বাচন উপলক্ষে গতকাল রবিবার থেকেই প্রার্থীরা ভোটারের কাছে ভোট চাওয়া শুরু করে দিয়েছেন।
Leave a Reply