না’গঞ্জ বিএনপিতে বিভক্তি বাড়ছে

ডান্ডিবার্তা রিপোর্ট
দুই গ্রুপে বিভক্ত হয়ে পরেছে নারায়ণগঞ্জ বিএনপি। নাসিক নির্বাচনের পর থেকে তৈমুর আলম পন্থি নেতাদের কোনঠাসা করতে একটি পক্ষ দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এমন দাবি বিএনপির একাধিক সূত্রের। দলের ভেতরের এই বিভক্তি বিএনপিকে সংগঠিত করতে বাঁধাগ্রস্ত করবে। এদিকে, বিএনপি দুই গ্রুপ হওয়ার পর থেকেই দলের মধ্যে বিশৃঙ্খলা বেশী দেখা দিয়েছে। ভেঙে পরেছে চেইন অব কমান্ড। তৈমুর আলমকে দল থেকে বহিষ্কারের পর থেকে নারায়ণগঞ্জ বিএনপিতে শক্ত নেতৃত্ব গড়ে ওঠেনি। ফলে কেউ কারো নেতৃত্ব মানছে না। তৃতীয় সাড়ির কিংবা অঙ্গ সংগঠনের নেতারা দলের সিনিয়র নেতাদের নেতৃত্বকে তোয়াক্কা না করেই সামনে এসে নেতৃত্ব দেয়ার চেষ্টা করছে। এ নিয়েও দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ অবস্থা চলমান থাকলে বিএনপিতে আরো বেশী বিশৃঙ্খলা দেখা দিবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপি কোন পথে হাঁটছে এমন প্রশ্ন খোদ বিএনপির নেতাকর্মীদের। সম্প্রতি সময়ে বিএনপির রাজনৈতিক কর্মকান্ড দেখে দলের নেতাকর্মীদের মধ্যে এমন প্রশ্ন দেখা দিয়েছে। নাসিক নির্বাচনের আগে থেকে জেলা বিএনপিতে বিশৃঙ্খলা দেখা দেয়। বিশেষ করে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে। এড.তৈমুর আলম খন্দকারকে আহবায়ক ও মামুন মাহমুদকে সদস্য সচিব করার পর থেকে বিরোধ পুরনে বিরোধ নতুনমাত্রা যোগ হয়। তৈমুর আলমকে দল থেকে বহিষ্কারের পর থেকে পুরোদমে বিরোধ শুরু হয়। এই বিরোধ সংঘাতে জড়িয়ে পরে। ইতোমধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদও শেষ পর্যন্ত রক্ষা পায়নি। যদিও মামুন মাহমুদের উপর হামলার নিয়ে বিতর্ক রয়েছে। এই হামলার সাথে ছিনতাইকারীদের সম্পৃক্ততা রয়েছে বলে গুঞ্জন রয়েছে। কিন্তু দলের একটি পক্ষ এই হামলাকে রাজনৈতিক বিরোধের অংশ হিসেবে মনে করছেন। অন্যদিকে, বিএনপির এই বিরোধে ঘি ঢালছেন মামুন পন্থি কয়েকন নেতা। রাজনৈতিক ভাবে ফায়দা নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মামুন মাহমুদের উপর হামলাকে পুঁজি করে দলের এই পক্ষটি রাজনীতি করতে চাচ্ছেন। ফলে এই হামলা রহস্যজনক বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে এই হামলা নিয়ে। যারা মামুন মাহমুদের উপর হামলার ঘটনাকে পুঁজি করে যারা দলের একটি পক্ষকে কোনঠাসা করতে চায় তাঁরাই হয়তো হামলার সাথে জড়িত থাকতে পারে এমন অভিযোগ বিএনপির একটি অংশের। তবে বিএনপির চলমন সমস্যা নিরসনে এখনি উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করছেন বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা।
Leave a Reply