Home » প্রথম পাতা » পদ্মা সেতু জাতির আরেক বিজয়

নানামুখী সমস্যায় জর্জড়িত না’গঞ্জ

২৩ জুন, ২০২২ | ৭:৪৪ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 23 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

নানা সমস্যায় জর্জড়িত নারায়ণগঞ্জ। এসব সমস্যা নিয়ে সাময়িক সময়ের জন্য কাজ করলেও স্থায়ী সমাধানের কেউ এগিয়ে আসছে না। ফলে নারায়ণগঞ্জে সমস্যা বেড়েই চলছে। নগরীজুড়ে অবৈধ রিকশা দাপট। তেমনি হকার সমস্যা দিনকে দিন প্রকট হচ্ছে।  পাঁয়ে হেটে শহরে চলাচল কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নগরীর প্রধান সড়কগুলোর পাশাপাশি হকারদের দখলে চলে গেছে গলিপথগুলোও। এছাড়াও মোড়ে মোড়ে অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় পুরো নগরী এখন একটা গিঞ্জি নগরীতে পরিনত হয়েছে। নানামুখী সমস্যা নিয়ে দাঁড়িয়ে থাকা নারায়ণগঞ্জকে বাসযোগ্য করার প্রচেষ্টা থাকলেও আন্তরিকতা নিয়ে কেউ এগিয়ে আসছে না। জনপ্রতিনিধিদের অনৈক্য নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে প্রধান অন্তরায় এমনটাই মনে করছেন সমাজ বিজ্ঞানীরা। সূত্রমতে, নারায়ণগঞ্জে অবৈধ গাড়ির স্ট্যান্ড, হকার, অবৈধ রিকশার দাপট চলছে। পুরো নগরজুড়ে এই তিনটি সমস্যা ছড়িয়ে পরেছে। এসব কারণে নারায়ণগঞ্জে স্বাভাবিক ভাবে চলাচল করা কষ্টকর। প্রধান সড়কগুলোতে বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড বসিয়ে নিয়মিত চাঁদাবাজি করছে একটি মহল। এসব স্ট্যান্ডেরমকারণে নগরীতে যানজট বৃদ্ধি পাচ্ছে। এসব অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি দীর্ঘদিনের। পুরো নগরী জুড়ে অবৈধ রিকশার দাপট রয়েছে। শহরের বাইরের রিকশাগুলো নানা পন্থা অবলম্বন করে নগরীতে রিকশা প্রবেশ করে যানজট সৃষ্টি করায় নগরবাসী ভোগান্তির শিকার হয়েছে। এছাড়া হকার সমস্যা দীর্ঘদিনের হলেও এই সমস্যা নিরসনে কার্যকরি কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। কেউ হকার উচ্ছেদের পক্ষে অবস্থান নিয়েছে, কেউ বিপক্ষে রয়েছে। ফলে হকার নগরী জুড়ে ছড়িয়ে পরেছে। প্রধান সড়কগুলোর পাশাপাশি এখন গলিপথগুলোও হকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। নগরবাসী এসব সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাব থাকায় এসব সমস্যা সমাধান হচ্ছে না। ভূক্তভোগীদের অভিযোগ, এই তিন সেক্টর থেকে একাধিক প্রভাবশালী মহল আর্থিক সুবিধা নিচ্ছে। ফলে এসব সমস্যাগুলো সমাধান হোক এটা কেউ চাচ্ছে না। তবে মাঝে মধ্যে প্রশাসন কঠোর হলেও তা সাময়িক সময়ের জন্যই কার্যকর থাকে। আবার অল্প সময়ের মধ্যে আগের অবস্থানে ফিরে প্রাণের নগরী নারায়ণগঞ্জ।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *