নারায়ণগঞ্জ মাতালেন শিল্পী তাহসান

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের চাষাড়ায় ‘পোর্ট ড্যান্ডি’ ফুড কোর্টের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন সংগীত শিল্পী তাহসান। পরে এ উপলক্ষে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন তাহসান। দেশীয়, ইটালীয়, থাই, চাইনিজ, ভারতীয়, কাবাব, স্যান্ড উইচ, প্যাষ্ট্রি, বার্গার, কেক, ওয়াফেল, ক্রেইপসহ নানা ধরনের খাবারের সমাহার দিয়ে সাজানো হয়েছে এ ফুড কোর্ট। রোজার সময় এটি চালু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। ফুড কোর্টের ভেতরে প্রাকৃতিক পরিবেশ নারায়ণগঞ্জের আর কোনো ফুড কোর্টে নেই। বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জে এই ফুড কোর্ট বিশাল কেক কেটে ফুডকোর্ট “পোর্ট ডান্ডি” উদ্বোধন করেন মডেল গ্রুপের এমডি মাসুুদুজ্জামান। সাথে সংগীত শিল্পী তাহসান ছাড়াও ছিলেন পোর্ট ড্যান্ডির জেনারেল ম্যানেজার শাহিন সারোয়ার, এক্সিকিউটিভ সেফ ভালটার বেলী। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন তাহসান, লিজা, ওইশি, শিথিল, “ব্যাচেলার পয়েন্ট” খ্যাত জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, শিমুল শর্মা, কাজল আরিফিন অমি, পার্সা ইভানা, লামিমা লাম সহ আরো অনেকেই। “পোর্ট ডান্ডি” প্রথম মর্ডাণ ফুডকোর্ট হিসেবে পরিচিতি পেয়েছে নারায়ণগঞ্জে। প্রকৃতির মাঝে এখানে উপভোগ করতে পারবেন দেশি-বিদেশী আটটি ভিন্ন ব্যান্ডের ভিন্ন রকম খাবার। পরিবার নিয়ে ঘুরে আসা কিংবা এক মূহূর্ত সময় কাটানো যাবে প্রিয়জনদের সাথে এই ফুডকোর্টে। এখানে বাচ্চাদের জন্য ‘কিডস জোন’। অনুষ্ঠানে মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান বলেন, ‘পোর্ট ড্যান্ডি মডেল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। পৃথিবীর বিভিন্ন দেশে আমি প্রাকৃতিক পরিবেশে ফুড কোর্টের আয়োজন দেখতে পাই। সে ধারনা থেকেই আমি আমার জন্মস্থান, প্রিয় শহর নারায়ণগঞ্জে ‘পোর্ট ড্যান্ডি’ নামের এ ফুড কোর্ট প্রতিষ্ঠা করেছি। এর মধ্যেই এটি নারায়ণগঞ্জবাসির মধ্যে সাড়া ফেলেছে। আমার পরিকল্পনা রয়েছে দেশের বিভিন্ন স্থানে এমন আরো ফোড কোর্ট গড়ে তোলা।’ জনপ্রিয় গায়ক “তাহসান” পোর্ট ড্যান্ডি সম্পর্কে বলেন, “ইট পাথরের এই খাঁচার শহরে, সবুজের মাঝে নয়নাভিরাম কোনো একটা জায়গায় পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটানো- এ ব্যাপারটা দিন দিন খুবই দুস্কর হয়ে যাচ্ছে। তাই মডেল গ্রুপের আধুনিক এই ফুডকোর্টের উদ্যোগটি আমার কাছে বেশ ভালো লেগেছে।’ ফুডকোর্টি ঘুরে দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনেক মানুষ আসছেন তাদের প্রিয়জনকে নিয়ে সুন্দর একটি সময় কাটাতে।
Leave a Reply