নারী ভোটারের উপস্থিতিই বেশী

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি ছিল। ভোট দিতে নারীরা আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত লাইনে দাড়িয়ে ছিল। কেউ আবার লাইনের দাঁড়িয়ে না থেকে বাড়ি চলে গেছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকাল সাড়ে ১১টায় গোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদীয়া ক্লাবের ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ‘পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা সব থেকে বেশি। বুথের বাইরে থেকে নারীরা লাইন ধরে দাড়িয়ে আছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। মরজিনা বেগম বলেন, ‘প্রায় আধাঘণ্টার বেশি হবে দাঁড়িয়ে আছি। কিন্তু অনেকেই লাইন ভেঙে সামনে গিয়ে ভোট দিয়ে চলে যাচ্ছে। আর ভোট দিতেও সময় লাগছে প্রচুর।’ আমেনা বেগম বলেন,‘লাইন দেখে চলে আসছি। ৩টার পরে ভোট দিতে যাবো। তখন কেন্দ্র ফাঁকা থাকবে। সবাই ভোট দিয়ে চলে যাবে। তখন যাবো ভোট দিয়ে দ্রুত চলে আসবো।’ ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আনারুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। কেউ কোন প্রভাব বিস্তার করতে পারেনি। ভোট কেন্দ্রের বাইরে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা স্লোগান দিলেও আইনশৃঙ্খলাবাহিনীর কারণে কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারেনি।’ তিনি বলেন, ‘পুরুষের তুলনায় নারী ভোটার অনেক বেশি। তাছাড়া চেয়ারম্যান ও মেম্বার ভোট দিতে গিয়ে সময় লাগছে। এছাড়াও ছোট জায়গায় নারীদের দুটি বুথ হওয়ায় বেশি সময় লাগছে। তারপরও আমরা চেষ্টা করছি যাতে দ্রুত ভোট গ্রহণ করা যায়।’ গোগনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৭নং সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও দেখা গেছে এ দৃশ্য। পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি। আইনশৃঙ্খলাবাহিনীর কঠোরতায় বহিরাগতদের গেইটে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। লাইন ধরেই নারী পুরুষ ভোটাররা ভোট দিয়েছেন।
Leave a Reply