Home » শেষের পাতা » বন্দরে ২৭টি পূজামন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

না.গঞ্জে করোনা রোগীর ৭২ ভাগ রোগীর মৃত্যুর ৬৭ ভাগ শহরে

২১ এপ্রিল, ২০২০ | ১:৪৭ অপরাহ্ণ | ডান্ডিবার্তা | 2110 Views

ডান্ডিবার্তা রিপোর্ট: প্রতিনিয়ত বেড়েই চলছে এ নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা।আর এ জেলায় আক্রান্তের অধিকাংশই নারায়ণগঞ্জ শহরের, সিটি করপোরেশন এলাকার (সদর, বন্দর,সিদ্ধিরগঞ্জ থানা এলাকার একটা বৃহত্তর অংশ নিয়ে)। আর যাবৎ নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত রোগী ৭২ভাগই এবং মৃত সংখ্যারও ৫০ভাগ এ শহরে। ২১এপ্রিল নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় সর্বমোট ৪২১জন করোনায় আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(এনসিসি) এলাকায় মোট আক্রান্ত রয়েছে ৩০৪জন এবং বন্দর এলাকায় আক্রান্ত রয়েছেন ২১জন। যা নারায়ণগঞ্জের করোনায় আক্রান্ত হওয়া রোগী প্রায় ৭২ভাগ। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার প্রায় ৬৭ভাগই নারায়ণগঞ্জ শহর এলাকার। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ৩৩জন। যারমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকার ১৭জন এবং ৫জন বন্দর(এনসিসি) এলাকার। এছাড়া, নারায়ণগঞ্জের মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৭৬জন। এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকার রয়েছেন ৮৩জন। জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১২০৩জনের, এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় এ যাবত নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪২জনের। এর আগে, ২০ এপ্রিল (রবিবার) নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগের সকালের দেয়া তথ্য মতে, নমুনা সংগ্রহ করা হয়েছিল ৯৫৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮১ জন। মোট আক্রান্ত ৪১১জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪জন। মোট মৃত্যু ৩০

Comment Heare

১৪ responses to “না.গঞ্জে করোনা রোগীর ৭২ ভাগ রোগীর মৃত্যুর ৬৭ ভাগ শহরে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *