Home » শেষের পাতা » গোগনগর সংঘাতের নাটের গুরু যিনি

নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিসি

১৬ জানুয়ারি, ২০২২ | ৬:০১ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 82 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন স্ষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ন নির্বাচন হবে এবং এ নির্বাচনে কোন ধরণের শঙ্কা নেই বলে জানালেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। গতকাল শনিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে নাসিক নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, আমরা ভোটের সব সরঞ্জাম পৌঁছে দিয়েছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। আমাদের আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট ও ৯ জন আচরনবিধি ম্যাজিস্ট্রেট এবং এর বাইরে আমাদের ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে। আমাদের পুলিশে ৭৫টি টিম ও ৬৫টি র‌্যাবের টিম মাঠে থাকবে। নির্বাচনে বিজিবিও আমাদের সঙ্গে কাজ করবে। নির্বাচনের জন্য যারা থ্রেট হতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করি আগামীকালের নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। তৈমূর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আমাদের যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি লিখিত, ফোনে বা মৌখিকভাবে এ পযর্ন্ত আমাদের কিছু জানাননি। আমরা নির্বাচনের রুটিন ওয়ার্ক করছি। যারা নির্বাচনকে কোনোভাবে ব্যাহত করতে চায় এবং যারা দাগী আসামি তাদের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ১৯২টি কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা নেই। কিছু কেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। সরকারের অথবা নির্বাচন কমিশনারের পক্ষ থেকে খুলে ফেলার মতো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে সেগুলো অব্যাহত ভাবে আছে। খুলে ফেলার নির্দেশনা আমরা প্রদাণ করিনি এবং সেটি সঠিকও নয়। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জ ক্লাবের কথা জানি না সেটা সরকারি প্রতিষ্ঠান নয়। এছাড়া কোনো সরকারি বাসস্থানে প্রশাসনের লোক ছাড়া কাউকে স্থান দেওয়া হয়নি। আমরা ১৯২টি সেন্টারকে গুরুত্ব সহকারে দেখছি। সবাই র্নিভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার (উপ-পরিচালক) ফাতেমাতুল জান্নাত, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর পাশা, বিজিবির সিও লে. কর্নেল মেহেদী হাসান আল আমীনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

 

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *