নৌকা নিয়ে অশালীন মন্তব্যকারীরা বেঈমান

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আওয়ামীলীগের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদের পক্ষে গণসংযোগ ও লিফলেট করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে নির্বাচনের সালাম ও নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে আওয়ামীলীগের উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফরাজিকান্দা আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে আলীনগর, উপজেলা, ঘারমোড়া, চূণাভুড়া, আলী সাহাদী, শুভ করদী ও কলাগাছিয়া বাজার এলাকায় গণসংযোগ করে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নুর হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম আক্তার কল্পনা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূণ কবির এলিন, আনোয়ার হোসেন আনু, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কাজী শহিদ, শ্রমিকলীগ নেতা লিটন, কবির হোসেন টিটু, আলমগীর হোসেন, আক্তারুজ্জামান, তুহিন, আসাদ ও মানিক মাহমুদ হাজারো নেতা-কর্মী। গণসংযোগ চলাকালে বৃদ্ধ, নারী-পুরুষ ও যুবক-যুবতীরা নৌকা প্রতীকের ভোটে জয়জয়কার ঘোষনা দিয়ে গণসংযোগ কারীদের সমর্থন করেন। দুপুরে কলাগাছিয়া ইউপি নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন প্রধানের পক্ষে গণসংযোগ শেষে কলাগাছিয়া বাজারে নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেন, বন্দর উপজেলার ৫টি ইউপি নির্বাচনে নৌকাকে নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ‘নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়’। বন্দর থানার পূর্বে এবং পশ্চিমের অবস্থা দেখলে বোঝা যাবে নৌকা মার্কায় ভোট দিলে কি হয়, আর না দিলে কি হয়। আপনারা দেখছেন কলাগাছিয়ার প্রধান সড়কটির আজ বেহাল অবস্থা কারণ এখানে নৌকার জনপ্রতিনিধি নাই। নৌকার যারা জনপ্রতিনিধি তারা যেভাবে মানুষকে ভালোবাসে, যেভাবে বিশ্বাস করে মানুষের পাশে দাঁড়ায় অন্য কোন লোকেরা এভাবে দাঁড়াতে পারে না। নৌকা মার্কার সাথে আমাদের একটা গভীর টান আছে। নৌকা মার্কার সাথে স্বাধীনতার সম্পর্ক আছে। যারা নিজের স্বার্থের জন্য নৌকা নিয়ে অশালীন মন্তব্য করেন তারা বেঈমান। তারা নৌকার দয়ায় এখন এমপি বনে গেছেন। সুফিয়ান বলেন, এই কলাগাছিয়া একটি পবিত্র এলাকা। এখান থেকে অনেক সন্তান জন্ম নিয়েছে, যারা জাতীয় সংসদে নেতৃত্ব দিয়েছেন। আজকে অনেকে এই কলাগাছিয়াকে বলে ‘কলাগাইচ্ছা’। আমরা কলাগাছিয়া, আমরা ‘কলাগাইচ্ছা’ না। আমরা ভোটের মাধ্যমে এর সুষ্ঠ জবাব দিবো।
Leave a Reply