One

নয়া পরিকল্পনায় মাঠে বিএনপি!
ডান্ডিবার্তা | সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১০:৩৩
ডান্ডিবার্তা রিপোর্ট নির্যাতন, হামলা-মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে ২০২২ সাল পার করেছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। আগামী বছরের (২০২৪) প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও আন্দোলন ইস্যুতে অগ্নিপরীক্ষায় রয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। দাবি আদায়ের পূর্ব পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। পরিস্থিতি বুঝে কৌশল ও কর্মসূচিতেও আসবে পরিবর্তন এমনটাই জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। গত বছরের শেষের দিকে উত্তপ্ত ছিল রাজনৈতিক মাঠে। সেই তুলনায় চলতি বছর রাজনীতির মাঠ আরও বেশি উত্তপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন নিয়ে মাঠে থাকবে বিএনপি। ইতিমধ্যে সরকারের পতন ও সংসদ বিলুপ্তিসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় নির্দেশনায় যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করেছে বিরোধী দলগুলো। এনিয়ে সরকারের ওপর এই ধরনের চাপ ইতিমধ্যে তৈরি করেছে তারা। এই চাপ ক্ষমতাসীনদলের রাজনীতির গতিবিধিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মনে করছেন, ২০২৩ সাল তাদের জন্য কঠিন এক চ্যালেঞ্জের বছর। বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে চলমান আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো বিকল্প দেখছেন না তারা। তারা বলছেন, আন্দোলন দমন করতে সরকার আরো কঠিন হবে- এতে কোনো সন্দেহ নেই। এটা মাথায় রেখেই চলমান আন্দোলনে রাজপথে থাকবে দলটি। বিশেষ করে সরকার বিরোধী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিজয় অর্জনের কোনো বিকল্প দেখছে না বিএনপি। কারণ এবার চলমান আন্দোলনে ব্যর্থ হলে নেতাকর্মীদের কঠিন মাশুল দিতে হবে।তারা মনে করেন, ক্ষমতাসীন দল মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। এক্ষেত্রে সক্রিয় নেতাদের গ্রেফতার করা হতে পারে। দলটির নেতাকর্মীরা বলছেন, আন্দোলন-সংগ্রাম সামনে রেখে আরো কৌশলী হবে বিএনপি। এরমধ্যে রয়েছে- চূড়ান্ত আন্দোলনের আগে গ্রেপ্তার এড়ানো ও নেতাকর্মীদের কারামুক্ত করা। নিষ্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় করা এবং সদ্যঘোষিত ১০ দফা বাস্তবায়ন করা। সূত্র মতে, চূড়ান্ত আন্দোলন যাওয়ার পূর্বে দলীয় কোন্দল নিরসনের পাশাপাশি দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার মাধ্যমে দলীয় ঐক্য আরও মজবুত করবে বিএনপি। এসব বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ২০২৩ সাল শুধু আমাদের জন্য নয়, দেশের সব মানুষের জন্য চ্যালেঞ্জ। আমাদের প্রত্যাশা দেশের মানুষ এ বছর গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে আনবে। সরকার পতনের ১০ দফা বাস্তবায়নই নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ। এছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব কারাবন্দিকে মুক্ত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার ব্যবস্থা করা। মহানগর বিএনপির আহ্ববায়ক এড.সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ২০২৩ সাল বিএনপির একার কোনো বিষয় নয়। এই চ্যালেঞ্জ বাংলাদেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ, বাংলাদেশের মানুষের অধিকারের চ্যালেঞ্জ, বাংলাদেশের মানুষের নিরাপত্তার চ্যালেঞ্জ, আইনের শাসনের চ্যালেঞ্জ, বাকস্বাধীনতার চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতার চ্যালেঞ্জ, টিকে থাকার চ্যালেঞ্জ। বিএনপির দায়িত্ব জনগণকে সাথে নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা বিএনপি করছে। দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, বাংলাদেশ একটি নির্বাচিত সরকার হবে, নাকি দখলদার সরকার থাকবে- এই চ্যালেঞ্জে বাংলাদেশকে জয়ী হতে হবে, বিএনপিকে নয়। আমরা নিশ্চিত বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে তখনই জয় হয়েছে। এবারও তারা জয়ী হবে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, বিএনপি ১০ দফা দাবি আদায়ের যে আন্দোলনে রয়েছে এরমধ্যে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নেতাকর্মীদের মুক্তি- সব মিলিয়ে বিএনপির জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই এসব আদায় করতে হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তা না হলে গণআন্দোলনের মাধ্যমে সরাতে হবে। বিএনপির বিভাগীয় কর্মসূচি ও গণমিছিলে নেতাকর্মীদের যে অংশগ্রহণ, মানুষের যে সমর্থন, এটা যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হবো এবং দাবিগুলো আদায় করতে সক্ষম হবো
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023