পাখা শাহ’র মাজার জিয়ারতে আইভী

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাওলানা হাফেজ শফিউদ্দিন (পাখা) শাহ (র:) মাজার জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী। গতকাল মঙ্গলবার বিকেলে জালকুড়ি আলকাছ ফকির বাড়ি এলাকায় অবস্থিত মাজারে যান মেয়র। এসময় মাজারে দোয়া ও মিলাদেরও আয়োজন করা হয়। মিলাদে অংশ নেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরাসহ প্রমুখ।
Leave a Reply