পা ছুঁয়ে পীরের দোয়া নিলেন আইভী

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক দলের সমাবেশে হাজির হয়ে আগাম দোয়া চেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের জিমখানা মাঠে জাকের পার্টির ঢাকা বিভাগীয় দাওয়াতী ইসলামী মহা জলছায় হাজির হন আইভী। পরে তিনি ফুলের তোড়া নিয়ে মঞ্চে থাকা জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীকে পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন। আইভী বলেন, ২০১১ তে আমি নির্বাচনে আমি অংশ নিয়েছিলাম। সেসময় আমি চিন্তায় ছিলাম দল কাকে মনোনয়ন দেয়, কাকে দেয়না। তখন আমি ভাইজানের সাথে দেখা করেছিলাম, তিনি আমাকে দোয়া করেছিলেন। আজ এখানে এসেছেন আমি তার কাছে দোয়া চাই। জানুয়ারিতে আমার নির্বাচন। আমি দলের নির্বাচন করতে চাই যদি নৌকা পাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলাদেশে কোন জঙ্গীবাদের স্থান হবেনা। এই বাংলাদেশ হবে শুধুই শান্তির বাংলাদেশ সেই প্রত্যাশা করি। ওই সময়ে আইভীর সঙ্গে থাকা লোকজনও পীর সাহেবের কাছে দোয়া চান। উপস্থিত ছিলেন মেয়রের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, আওয়ামী লীগ নেতা খালিদ হাসান প্রমুখ।
Leave a Reply