প্রকৃতি যেন সবটুকু সৌন্দর্য ধরে রেখেছে আইসল্যান্ডে

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রকৃতি যেন সবটুকু সৌন্দর্য ধরে রেখেছে আইসল্যান্ডে। প্রকৃতির অপার বিস্ময়কর দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে। এ দেশের মানুষ সত্যিই অনেক সুখী। বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড, দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় সুইজারল্যান্ড ও চতুর্থ আইসল্যান্ড।পৃথিবীর শীতলতম দেশটিতে সব সময়ই পর্যটকদের আনাগোনা দেখা যায়। আইসল্যান্ডের নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে বরফ ও পানির মেলবন্ধন।ইউরোপের উত্তর-পশ্চিম প্রান্তের দেশটির অপরূপ দৃশ্য বরাবরই পর্যটকদের মুগ্ধ করে।বিস্ময়কর স্থানটিই পৃথিবীর সর্বশেষ সীমানা। জ্বলন্ত আগ্নেয়গিরি, বিশাল হিমবাহ, জলপ্রপাত, উষ্ণ ঝরনা, রাতের আকাশে অরোরাসহ দৃষ্টিনন্দন অনেক কিছু দেখার সুযোগ পাবেন এখানে। স্বাস্থ্যকর দেশ হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে দেশটি। মানুষের গড় আয়ু ৮৩ বছর। সাড়ে ৩ লাখ মানুষের এ দেশে সরকার মোট জিডিপি’র ৯ শতাংশ জনগণের স্বাস্থ্যখাতে ব্যয় করে, মানুষের গড় উচ্চতা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি। অন্তত ২ মিটার ২০ সেন্টিমিটার গড় উচ্চতা আইসল্যান্ডের পুরুষদের। কেন বিশ্বের সবচেয়ে সুখী এ দেশে ঘুরতে যাবেন?হঠাৎ পিপাসা পেয়ে গেল, সঙ্গে পানির বোতলও নেই। চিন্তিত হওয়ার কারণ নেই, পাশের নদী থেকে পানি খেয়ে নিন। অবাক হচ্ছেন? সত্যি বলতে, আইসল্যান্ডের বিভিন্ন নদী ও জলাশয়ের পানি মিনারেল ওয়াটারের মতোই ফ্রেশ। তাই আপনি চাইলে অনায়াসেই, নদীর পানি পান করতে পারবেন।আইসল্যান্ডে রয়েছে অনেকগুলো সক্রিয় আগ্নেয়গিরি। হিসাব অনুযায়ী, প্রায় ১৩০টির মতো আগ্নেয়গিরি রয়েছে সেখানে, যার মধ্যে ৩০টি এখনো সক্রিয়।আইসল্যান্ডের সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেখানকার আকাশে মাঝরাতে সূর্য ওঠে। তবে ভাববেন না, সব সময়ই এ ঘটনা ঘটে। শুধু গ্রীষ্মকালেই সেখানকার প্রকৃতি এ অভূতপূর্ব দৃশ্য দেখায়। তাই মাঝরাতের সূর্যের আলোয়ই ভলিবল খেলেন খেলোয়াড়রা।
SowBoics http://alevitrasp.com The border of the infarct is surrounded by a dark red zone of acute inammation.
Damkma Prednisone
Large bone cells called digest bone tissue to shape the bone and smooth it out. how long does plaquenil take to work
Such a display in vivo of neural activity in the brain as it performs various tasks and functions can be obtained with a modified MRI technique called functional magnetic resonance imaging fMRI. plaquenil rash pictures
ivermectin 9mg stromectol order online
buy viagra online viagra natural
Vantin pharmacy technician study guide online