One

প্রথম দিনে না’গঞ্জের ৬জন কিনলেন আ’লীগের মনোনয়ন
ডান্ডিবার্তা | নভেম্বর ১৯, ২০২৩ ১১:২১
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে গতকাল শনিবার বিকাল পর্যন্ত সোনারগাঁ ও সদর-বন্দর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬জন। তারা হলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দীপু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ বাবুল ওমর বাবু ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এরফান হোসেন দীপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য দীপক কুমার বণিক। দলীয় সূত্রমতে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথক পৃথকভাবে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এরমধ্যে আনোয়ার হোসেনের পক্ষে গতকাল শনিবার বিকালে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিবসহ দলের নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এবং বিকালে আনিসুর রহমান দীপু, দুপুর ১২টার দিকে বাবুল ওমর বাবু ও মোশাররফ হোসেন নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া সোনারগাঁ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এরফান হোসেন দীপ ও দীপক কুমার বণিক। জানা যায়, নির্বাচনের প্রত্যাশা থেকে বিগত সময়ে সকল সভা সমাবেশে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা প্রতীক চেয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে আসছিলেন জেলা, মহানগর ও উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সদর-বন্দর আসনে বিগত ৩ মেয়াদে নৌকার প্রার্থী না থাকায় এখানে আওয়ামীলীগের নেতাকর্মীরা অবহেলিত বলে দাবি তাদের। এই দুই আসনে গত তিন মেয়াদে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী জোটের মনোনয়ন পেয়ে আসছেন এবং জয়ী হয়েছেন। তারা হলেন, সদর-বন্দর আসনেএ কে এম সেলিম ওসমান ও সোনারগাঁ আসনে লিয়াকত হোসেন খোকা। এদিকে সবশেষ গত ১৩ অক্টোবর কাঁচপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেনকে খোকাকে উদ্দেশ্য করে বলেছেন, এখানে জাতীয় পার্টির এক এমপি আছেন। তিনি আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন। এটি জাতীয় পার্টির সিট নয়। এই এলাকাকে ও এলাকার মানুষকে রক্ষা করতে এখানকার মানুষ নৌকা চায়। জাতীয় পার্টির ভাইয়েরা বড় বড় কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে দেখেন কয়টি সিট পান। আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের দল। এসময় সমাবেশের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন কমিশনার গত ১৫ নভেম্বর সন্ধ্যায় ম্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুয়ারী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা ৫টি আসনের ভোটার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী প্রতিটি কেন্দ্রে ১ জন সহকারি প্রিসাইডিং অফিসার এবং প্রতিটি বুথে ২জন করে পোলিং অফিসার ভোট গ্রহণে, দায়িত্ব পালন করবেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তারা (প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল তৈরির প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা বলেন, আমাদের সাংসদীয় আসন অনুযায়ী ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা জমা দেওয়া হয়েছে। তফসিল ঘোষনার পর পরই আমরা ভোট গ্রহন কর্মকর্তাদের প্যানেল তৈরি করে দিবো। সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নামের তালিকা পাঠানোর জন্য চিঠি ইস্যু করা হবে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বর্তমানে নারায়ণগঞ্জে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৬৯১ জন। এর মধ্যে পাচঁটি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৩৭ হাজার ৮৫ জন। ভোটারদের মধ্যে পুরুষ ১১ লাখ ৪৪ হাজার ৪৪৯ জন ও নারী ১১ লাখ ৬ হাজার ২২৫ জন। আগামী বছরের ৭ জানুয়ারি আয়োজিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত বুধবার সন্ধা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার এই তফসিল ঘোষনা করেন। রূপগঞ্জ আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬৬৫ জন। আড়াইহাজার আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৭৯ জন। সোনারগাঁ আসনে ভোটার হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৭২০ জন। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার ২০৭ জন। সদর-বন্দর আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৩২০ জন। খসড়া তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জের ৫টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮২টি এবং ভোট কক্ষের সংখ্যা ৪৯৮৩টি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৭৪৫টি ও ভোট কক্ষ ছিল ৩৯৯৯টি। এদিকে অনেক নতুন ভোটার যারা আছেন তারা জীবনের প্রথম ভোটাধিকার এখনো প্রয়োগ করতে পারেনি। এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জয় পরাজয়ের মুখে আছে নতুন ও তরুণ ভোটাররা। তরুণ ভোটারদের মধ্যে অনেকেই বলছেন, এলাকার সুবিধা-অসুবিধা গুলো দেখবে যারা, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে থাকবে নির্যাতনের প্রতিরোধ করবে এমন প্রার্থীকেই আমরা ভোট দিয়ে বেছে নিবো। ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা যায় সব থেকে বেশি ভোটার রয়েছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে। অন্যদিকে সবচেয়ে কম ভোটারের আসন আড়াইহাজার।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১০
- ১১:৫৩
- ১৫:৩৫
- ১৭:১৪
- ১৮:৩৩
- ৬:২৭
Copyright © Dundeebarta 2023