প্রধানমন্ত্রী জানেন কাকে নাসিকে মনোনয়ন দিবেন: আনোয়ার

ডান্ডিবার্তা রিপোর্ট
মানব সেবাই পরম ধর্ম, মানবের মধ্যে আল্লাহ বিরাজমান। মানুষকে যদি খুশি করা যায় আল্লাহও খুশি হয়। আমরা যারা রাজনীতি করি আমি ব্যক্তিগত বিশ্বাস করি মানুষের জন্য রাজনীতি ও মানুষের কল্যানের জন্য রাজনীতি। যে রাজনীতি মানুষকে কল্যান দেয়, যে মানুষকে উপকার করতে পারে, যে মানুষের বিপদে পাশে দাড়াতে পারে সেটাই রাজনীতি। আমি একজন মানুষের খাদেমদার। আমি রাজনীতিবিদ,সারাটি জীবন আমি রাজনীতি করেছি। রাজনীতির জন্য নিজের ভোগবিলাসিতা পরিহার করেছি। একজন রাজনৈতিকবীদ অবৈধ ভাবে অর্থ উর্পাজন না করলে,সে রাজনীতিবীদ মানুষের পাশে দাঁড়াতে পারে না। রাজনীতিবীদ শুধু রাজনীতি করে সে অর্থবিত্ত কামাবে কই থেকে। গতকাল বুধবার বিকাল ৩টায় আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীদের পুরষ্কার বিতরণ ও আলোচনায় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এমপি, চেয়ারম্যান ও উপজেলার চেয়ারম্যান হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। ২০১৬ তে মেয়র হওয়ার জন্য চেষ্টা করেছিলাম সেই মেয়রও ব্যর্থ হয়েছি। প্রধানমন্ত্রী মনে করেছেন আমার থেকে ভালো প্রার্থী দিয়ে নারায়নগঞ্জের সিটি করপোরেশন চালাবে। তিনি আমার চেয়ে যোগ্য লোককে সিটি করপোরেশনে বসিয়ে নারায়নগঞ্জের সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করাচ্ছে। আমি রাগে অসুস্থ হয়ে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। মহান রাব্বুল আলামীনের ইচ্ছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভালোবেসে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছে। তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। তবে প্রধানমন্ত্রী জানেন এবার কাকে নাসিকের মনোনয়ন দিবেন। সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান মো.সোবাহান বেপারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, আমরা নারায়নগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুউদ্দিন, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এড.আনোয়ার হোসেন, বিশিষ্ট লেখক তারাপদ আচার্যসহ প্রমুখ।
Leave a Reply