ফতুল্লার কাশিপুরে মোস্তফার অত্যাচারে অতিষ্ট সাধারন মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা থানার কাশিপুর মধ্যপাড়া এলাকার নিরীহ চা দোকানদার আলতাব হোসেন (৬০) এলাকার নব্য ধনী প্রভাবশালী মোস্তফা (৫০)’র মিথ্যা মামলা ও প্রান নাশের হুমকি সহ অত্যাচারে পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে বসবাস করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে আলতাব হোসেন আইন প্রয়োগকারী সংস্থার সদৃষ্টি কামনা করেছন। আলতাব হোসেন তার লিখিত অভিযোগে জানান, তিনি এলাকায় চা দোকান দিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। তার ছেলে মোঃ আরিফ (৩০) একজন গার্মেন্টস শ্রমিক। তাদের এই আয় দিয়ে কোন মতে সংসারের ভরন পোষন করে আসছেন । নব্য ধনী প্রভাবশালী মোস্তফা পূর্ব শত্রুতার জের ধরে আলতাব হোসেন এবং তার ছেলেকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। বিবাদী মোস্তফা তাদেরকে হয়রানী করার জন্য তার গার্মেন্টস এ কর্মরত ছেলে মোঃ আরিফ(৩০) বিরুদ্ধে মিথ্যে মামলা করা সহ বিভিন্ন ভাবে হয়রানী করা প্রান নাশের হুমকি দিয়ে আসছে। বিবাদীর হুমকিতে আলতাব হোসেন পরিবার পরিজন নিয়ে বর্তমার আতংকের মধ্যে বসবাস করছে। এ ব্যাপারে এলাকায় একাধিকবার গন্যমান্য ব্যক্তিদের নিকট নালিশ করার পরও বিবাদী প্রভাবশালী হওয়ায় আলতাব হোসেন এর পরিবাররে লোকজনকে হয়রানী করে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। প্রভাবশালী মোস্তফার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের ঊধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন যাতে করে তদন্ত করে বিবাদী নব্য ধনী প্রভাবশালী মোস্তফা(৫০)’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।
Leave a Reply