ফতুল্লায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি ফতুল্লার ভোলাইল থেকে ইয়াবা ট্যাবলেট সহ চার যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ভোলাইল শান্তিনগরের আবু জাফরের পুত্র অহিদ (২৮), একই এলাকার মুন্সিবাড়ীর ভাড়াটিয়া ইসমাইলের পুত্র মোহাম্মদ আলী(২৫), ভোলাইল গেদ্দার বাজারের তারা মিয়ার ভাড়াটিয়া লাল মিয়ার পুত্র মো. ফরহাদ (২৪) ও একই এলাকার মৃত জয়নাল মিয়ার পুত্র সজিব (৩০)। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদেরকে ফতুল্লা মডেল থানার ভোলাইল শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ ১’শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোর সকাল সাড়ে পাঁচটার সময় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে অহিদ,মোঃ আলী, ফরহাদ ও সজিব কে গ্রেফতার করে। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply