Home » প্রথম পাতা » সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

ফতুল্লায় কিশোর গ্যাং বেপরোয়া

২৫ জানুয়ারি, ২০২২ | ৯:৫১ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 287 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের থানা গুলিতে কিশোর গ্যাংয়ের উৎপাত এতটাই বেড়েছে যে, সম্প্রতি ফতুল্লার কাশিপুর ও পশ্চিম দেওভোগ এলাকায় কিশোর গ্যাং সদস্যরা দু’টি খুনসহ মাসদাইরে গত ১ জানুয়ারি এলাকাবাসীকে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে পৌছার পর তারা পুলিশের উপর হামলা চালায়। শহর ও আশেপাশের এলাকায়  হত্যা থেকে শুরু করে ছিনতাই চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাং। গতকাল রবিবার রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত থেকে খেলনা পিস্তল, সুইচ গিয়ার চাকু, চাপাতি, এসএস পাইপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকান্দি এলাকার মো. মোজাম্মেলের ছেলে, বর্তমান ফতুল্লার শিবু মার্কেট কায়েমপুর এলাকার ভাড়াটিয়া মো. সুমন (২৫), ফতুল্লার শিবু মার্কেট সস্তাপুর এলাকার বিশা মাতবরের বাড়ির ভাড়াটিয়া চিত্ত বাবু দাসের ছেলে দিপু রায় (২৩), পটুয়াখালী জেলার গলাচিপা থানার ভাংড়া এলাকার মো. শহিদুল গাজীর ছেলে, বর্তমান ফতুল্লার কোতালের বাগ এলাকার পলাশ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সাইফুল ইসলাম (২২), গাজীপুর জেলার শ্রীপুর থানার জামিরাপাড়া এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে, ফতুল্লার সস্তাপুর এলাকার জেলা পরিষদের সামনের ভাড়াটিয়া মো. হৃদয় হোসেন (২০) ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার সিরাজুল ইসলামের ছেলে, বর্তমান ফতুল্লার সস্তাপুর এলাকার পান্ডব আলীর বাড়ির ভাড়াটিয়া মো. আনোয়ার হোসেন ওরফে শাওন (২৪)। গতকাল সোমবার সন্ধ্যায় র‌্যাব-১১’র দপ্তর থেকে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত রবিবার ফতুল্লার কায়েমপুর মৎস ভবন সংলগ্ন পূর্ব পাশের ফাঁকা বালুর মাঠে গ্রেপ্তারকৃতরা সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য হিসেবে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য প্রদর্শন করে ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *