ফতুল্লায় মাদকসহ সুমন গ্রেপ্তার

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লার দেওভোগ থেকে সুমন মন্ডল (৩০) নামক এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে ফতুল্লার দেওভোগস্থ আমজাদ হোসেন ডালুর বাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে পুলিশ ৮০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সুমন মন্ডল ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদ্রাসা এলাকার হরিপদ মডলের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) শুক্রবার রাত সাড়ে ছয়টার দিকে দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পুরিয়া হেরোইন সহ মাদক বিক্রেতা সুমন মন্ডলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
Leave a Reply