ফতুল্লায় হেরোইনসহ একজন গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লার বহুল আলোচিত মাদক স্পট জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন চাঁদমারী বস্তির মাদক সম্রাজ্ঞী হাসির সহযোগি কামরুল হাসান (২৩)কে গ্রেপ্তার করেছে ফতুল্লা পুলিশ। তবে পুলিশি উপস্থিত টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক সম্রাজ্ঞী হাসি। গ্রেপ্তারকৃত কামরুল হাসান চাঁদমারির কলেজ রোডের জালাল ড্রাইভারের পুত্র। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ফতুল্লার ইসদাইর গাবতলীস্থ আমেনা গার্মেন্টস সংলগ্ন রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত কামরুল হাসান ও পালিয়ে যাওয়া মাদক সম্রাজ্ঞী হাসিকে আসামী করে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
Leave a Reply