Home » প্রথম পাতা » ফতুল্লার কাশিপুরে মোস্তফার অত্যাচারে অতিষ্ট সাধারন মানুষ

ফ্রেঞ্চ থ্রিলার’-এ শাহিদ

২৪ সেপ্টেম্বর, ২০২১ | ৭:৩১ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 1278 Views

ডান্ডিবার্তা রিপোর্ট  সময়টা ভালোই যাচ্ছে শাহিদ কাপুরের। শোনা যাচ্ছে এবার পরিচালক আলি আব্বাস জাফরের ছবিতেও দেখা যাবে শাহিদ কাপুরকে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই আলি আব্বাসের সঙ্গে ছবি নিয়ে আলোচনা সেরেছেন অভিনেতা।কবীর সিংয়ের সাফল্যের পর বেশ কিছু বিগবাজেট ছবি ও ওয়েব সিরিজ রয়েছে তার ঝুলিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে স্পোর্টস ড্রামা ‘জার্সি’ এবং মাইথলজিক্যাল ছবি কর্ণের মুক্তি। দ্য ফ্যামিলি ম্যান খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকের ওয়েব সিরিজে কাজ করে ওয়েবেও ডেবিউ করে ফেলেছেন শাহিদ।ফ্রেঞ্চ থ্রিলার ফিল্ম ‘নুইট ব্লাঞ্চ’ (বা বাংলায় ‘নির্ঘুম রাত’) ছবির কাহিনি থেকে অনুপ্রাণিত হয়েই এই হিন্দি ছবিটি তৈরি করবেন ‘ভারত’-এর পরিচালক।ছবির বাকি কাস্টিং নিয়েও কাজ চলছে। ছবিতে দেখা যেতে পারে বলিউডের একজন নামী অভিনেত্রীকে।তবে এই থ্রিলার ফিল্মে শাহিদের নায়িকা কে হচ্ছেন সেই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ আলি আব্বাস জাফর।বড়পর্দায় নয়, ওটিটিতেই মুক্তি পাবে শাহিদ-আলির এই থ্রিলার ফিল্ম।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *