বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আইভীর যাত্রা শুরু হবে

ডান্ডিবার্তা রিপোর্ট
দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল শুক্রবার রাতে এই তথ্য জানা যায়। এদিকে নৌকার প্রার্থী ডা. আইভী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করবেন। রাতে এই তথ্য নিশ্চিত করেন তিনি। মেয়র আইভীর ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা জানান, শনিবার বিকেল ৩টায় নগরীর ২নং রেলগেইট বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনকের ভাস্কর্যে শ্রদ্ধা জানাবেন মেয়র আইভী। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করবেন তিনি। গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে আনুষ্ঠানিকভাবে জানা যায়, ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনের জন্য আওয়ামী লীগের নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এরপরই আনন্দ-উল্লাসে ফেটে পড়েন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। তারা তাৎক্ষনিক আনন্দ মিছিলও করেন। এদিকে নেতা-কর্মীরা রাতে ডা. আইভীর বাড়িতে গেলে তিনি তাদের জানান, আজ শনিবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করবেন।
Leave a Reply