বন্দরে নৌকার পক্ষে ছাত্রলীগের প্রচারণা

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন ১৬ জানুয়ারি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কার প্রচারণায় অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক নাসিক-২৬নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা সমন্বয়ক কমিটির দায়িত্বে থাকা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহম্মেদ রাসেল। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় এই নেতার সাথে এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝর ও সহ-সভাপতি ওয়ালিউল ইসলাম সজিবের নেতৃত্বে ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীবৃন্দ প্রচারণায় সার্বিক সহযোগিতা করেন।
Leave a Reply