Home » শেষের পাতা » বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত

বন্দরে সরকারি আটা বিক্রির চেষ্টাকালে মহিলা মেম্বারের প্রতিষ্ঠানে জরিমানা

১৫ মার্চ, ২০২৩ | ১:০৬ অপরাহ্ণ | ডান্ডিবার্তা | 56 Views

বন্দর প্রতিনিধি বন্দরে ওএমএস’র (সরকারি) আটা অবৈধভাবে বিক্রির চেষ্টাকালে ২২বস্তা (১১শ’কেজি)সহ বন্দর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আরিফা বেগমের স্বামী সোহেল মিয়াকে নগদ ১০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার হাজী সাহেবের মোড়স্থ বাজারের সামনে অবস্থিত আরিফা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে মজুদ রাখার দায়ে এ দন্ড প্রদান করেন ওই আদালতের বিজ্ঞ বিচারক বন্দর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুরাইয়া ইয়াসমিন। অভিযান নেতৃত্ব দানকারী প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে মেসার্স আরিফা এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে ওএমএস এর ২২ বস্তা (১১০০কেজি) আটা উদ্ধার করা হয়। এ অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত আটা বন্দরস্থ’ কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগারে মজুদ রাখা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত আটা নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *