বন্দরে ৩ ওয়ার্ডে ৪ মহিলা

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র বন্দরে ৯টি ওয়ার্ড জুড়েই ভোটারদের মাঝে উৎসাহ উদ্দিপনা লক্ষ করা গেছে। সেই সাথে প্রার্থীরাও প্রতিযোগিতায় নেমেছে। কেউ যেন কাউকে ছাড় দিতে বিন্দু মাত্র রাজী নয়। ভোটারদের নজর কাড়তে যে যার মত পোষ্টারিং, লিফলেট বিতরন করে বেরাচ্ছে। মাঝে মাঝে ২১নং ওয়ার্ডে কোন কোন প্রার্থীর পক্ষ থেকে খিচুরী উৎসবের মাধ্যমে প্রচারনা চলছে। এরমধ্যে নারী ভোটাররাও কম যায়না। এবারের নির্বাচনে নাসিক ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে ৪প্রার্থী। এদের মধ্যে রয়েছে বর্তমান মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, নুরুননাহার সন্ধ্যা,মায়ানুর আহমেদ মায়া ও শারমিন সুলতানা। নাসিক ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ গত ৫বছর জনপ্রতিনিধি হিসেবে অত্র ওয়ার্ডে দায়িত্ব পালন করেছেন। অনেকে জানে তিনি মেয়র আইভীর আস্থাভাজন। কিন্তু তিনি জানিয়েছেন ওয়ার্ডবাসীর স্বার্থে সবাইকে নিয়ে তিনি সবার সাথেই কাজ করেছেন। এবারো তিনি সকলের আর্শিবাদে পূণরায় কাউন্সিলর হতে দোয়া প্রার্থনা করেছেন। এদিকে আরেক মহিলা কাউন্সিলর প্রার্থী নুরুননাহার সন্থ্যা। তিনি মহানগর যুব মহিলালীগের আহ্বায়ক। মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে রাজনীতি করেন। তিনি থাকেন ২১নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকায়। তার কলাগাছিয়ায় ইউনিয়নেও একটি বাড়ি রয়েছে। সেই সুবাদে তিনি ভোট পরিবর্তন করে ইউনিয়নে নিয়ে বিগত উপজেলা নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। এবারো তিনি পূণরায় ইউনিয়ন থেকে ভোট পরিবর্তন করে ২১নং ওয়ার্ডে এনেছেন। এবার তিনি ১৯,২০ ও ২১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দীতা করবেন। অন্যদিকে রয়েছে মহিলা কাউন্সিলর প্রার্থী মায়ানুর আহমেদ মায়া। ওনি ২১নং ওয়ার্ডের ছালেনগর এলাকায় থাকেন। একসময় সে বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের অধিনে জাতীয়তাবাদী মহিলা দলের সাথে সম্পৃক্ত ছিল। পরে ক্ষমতার পালা বদলের পর তিনি ভোলপাল্টে মহানগর মহিলালীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতির সাখে যোগ দেন। সুবিধা করতে না পেরে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.মাহমুদা মালার সাথে সখ্যতা গড়ে তুলেন। এরপর থেকেই তিনি ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভানেত্রী দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালান। এরপর তিনি জেলা আওয়ামীলীগের সহসভাপতি আরজু রহমান ভূইয়ার সাথে মেয়র আইভী বলয়েও ছিলেন। বর্তমানে তিনি ২১নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকারের হাত ধরে সিটি কর্পোরেশনের অধিনস্ত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ণ প্রকল্পের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সভাপতি হন। এরপর থেকেই তিনি মহিলা কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখেন। নতুন মূখ মহিলা কাউন্সিলর প্রার্থী শারমিন ইসলাম। সে জেলা জাতীয় মহিলা পার্টির সাংগঠনিক সম্পাদক। মুলত তিনি প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী জাতীয়পার্টির কেন্দ্রীয় নেত্রী পারভিন ওসমানের রাজনীতি করেন। পারভিন ওসমানের দোয়া নিয়েই তিনি জনপ্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয়পার্টিসহ সকল অঙ্গসংগঠন তার পাশে থাকবেন বলে তিনি জানান।
Leave a Reply