বন্ধন-উৎসবে ভাড়া বাড়ছে ৪৭ শতাংশ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণী কমিটি। কিন্তু নারায়ণগঞ্জের বন্ধন-উৎসব কর্তৃপক্ষ ৪৭ শতাংশ ভাড়া বাড়িয়ে পরিবহন চালুর প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার সকাল থেকে নতুন ভাড়া কার্যকর করে পরিবহনটি চালু করতে চাইছে সংশ্লিষ্টরা। গত ৪ নভেম্বর থেকে ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে ২৩ শতাংশ বাড়িয়ে ৮০ টাকা পুনর্র্নিধারণ করেছে সরকার। ৪ নভেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বন্ধন ও উৎসব পরিবহনে যাত্রী প্রতি ৩৬ টাকার ভাড়া ৫০ টাকা নির্ধারণ করে চালু করেন। তীব্র সমালোচনার পর ভাড়া বৃদ্ধির দাবিতে ৫ নভেম্বর থেকে ট্রাক-কাভার্ডভ্যানের সাথে এসব পরিবহন বন্ধ করে তাঁরাও ভাড়া বৃদ্ধির আন্দোলনে অংশ নেন। টানা ৩ দিন আন্দোলনের পর ৭ নভেম্বর দেশে দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বি আরটিএ) ভাড়া নির্ধারণী কমিটি। একইভাবে মহানগর এলাকার বাসভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেখানে ভাড়া বাড়ানো নিয়ে উভয় পক্ষের মধ্যে এসব বিষয়ে মতৈক্য হয়। গুগল ম্যাপ বলছে, গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ বাস টার্মিনালের দূরত্ব ১৭ দশমিক ৬০ কিলোমিটার। ভাড়া নিয়ে আন্দোলনকারী তরিকুল সুজনের মতে, ফাইওভার হওয়ার পর দূরত্ব কমে ১৫ দশমিক ৫ কিলোমিটারে এসেছে। এ হিসেবে ভাড়া হওয়ার কথা ৩৩ টাকা, সাথে ফাইওভারের টোল বাবদ ৭ টাকা ধরা হলে ৪০ টাকা হয়। তাছাড়া ধর্মঘটের আগে ভাড়া আদায় হতো ৩৬ টাকা। সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বি আরটিএ) নতুন প্রস্তাব অনুযায়ী, ২৭ শতাংশ বৃদ্ধি হলে ভাড়া হওয়ার কথা ৪৫ টাকা। কিন্তু সিটি বন্ধন পরিবহন মালিক সমিতির পরিচালক মো. মিলন জানান, ‘গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল ২০ কিলোমিটার ধরে ও ফ্লাইওভার টোলসহ নতুন নিয়মে ভাড়া আসে ৫৩ টাকা। আরও দু’ এক টাকা কমিয়ে ৮ অক্টোবর সকাল থেকে নতুন ভাড়ায় বাস চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এ ব্যাপারে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি জানান, আমি ব্যাপারটি এখনও জানি না। জেনে প্রদক্ষেপ নিবো।
Leave a Reply