Home » প্রথম পাতা » রূপগঞ্জ ভ’মি অফিসে অনিয়মই যেন নিয়ম

বান্দরবানে না’গঞ্জের একজনের মৃত্যু ২জন নিখোঁজ

২৫ ডিসেম্বর, ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 106 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ থেকে আত্মীয়-স্বজন মিলে ১০ জনের একটি দল বান্দরবানে বেড়াতে গিয়ে ১জনের মৃত্যু ও ২জন নিখোঁজ হয়েছেন। নিহত হয়েছেন মারিয়া ইসলাম (১৯)। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা আমিনুল হকের মেয়ে। আর নিঁখোজ দুজন হচ্ছেন-নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও মারিয়াম আদনিন (১৭)। বান্দরবানের সাঙ্গু নদীতে গোসলে নেমে মারিয়া ইসলামের মৃত্যু এবং একই সময় আরও দুজন নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রোয়াংছড়ি উপজেলার বাদুরের ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একইসঙ্গে বেড়াতে যাওয়া শেখ মুছায়াত তানিমের ভাষ্যমতে, নারায়ণগঞ্জ থেকে তারা আত্মীয়-স্বজন মিলে মোট ১০ জনের একটি দল বান্দরবানে বেড়াতে যান। ঘটনার সময় নৌকায় করে সাঙ্গু নদীপথে বেতছড়া যাচ্ছিলেন। পথে বাদুরের ঝরনায় (একটি ঝরনা) গোসলে নামের তানিম। একপর্যায়ে তিনি পায়ের নিচে মাটি সরে গভীরে চলে যান। তিনি সাঁতার না জানায় সবাই তাকে উদ্ধারে ঝরনায় ঝাপ দেন। এসময় ঘটনাস্থলে মারিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছয়জনকে জীবিত উদ্ধার করলেও আকিব ও মারিয়াম নিখোঁজ রয়েছেন। বান্দরবান টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বান্দরবান সদর হাসপাতালে রয়েছে। নিখোঁজ দুজনের উদ্ধারে চেষ্টা চলছে।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *