বিএনপির শীর্ষ নেতাদের হুংকার

ডান্ডিবার্তা রিপোর্ট
ক্ষমতাসীন দলের সাংগঠনিক দূর্বলতায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বিনা বাঁধায় নারায়ণগঞ্জে এসে হুংকার দিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের কেন্দ্রীয় এবং স্থানীয় শীর্ষ নেতাদের কড়া সমালোচনা করছে সভা-সমাবেশে এসে। এ নিয়ে আওয়ামীলীগের তৃনমুলে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। সমালোচনা চলছে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের ভূমিকা নিয়েও। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ সংগঠিত থাকলে বিএনপির শীর্ষ নেতারা নারায়ণগঞ্জের বুকে দাঁড়িয়ে হুংকার ছাড়ার সাহস পেতেন না এমন দাবি আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। সামনে জাতীয় নিবার্চনকে ঘিরে বিএনপির একাধিক নেতা প্রায় সময়ই নারায়ণগঞ্জে এসে কেন্দ্রীয় এবং স্থানীয় শীর্ষ নেতাদের সমালোচনা করে থাকেন। আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নিবে কিনা বিএনপি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু দলকে প্রস্তুত রাখতে এবং নেতাকর্মীদের চাঙা রাখতে দলের শীর্ষ নেতারা বারবার নারায়ণগঞ্জে ছুটে আসছেন। বোদ্ধা মহলের মতে, বিএনপিতে বিরোধ থাকলেও শীর্ষ নেতাদের আগম এবং জ্বালাময়ী বক্তব্যের ফলে বিএনপি সাংগঠনিক ভাবে চাঙা হচ্ছে। এরফলে বিএনপি লাভবান হলেও ক্ষমতাসীন দল নিজেদের কোন্দলের কারণে পিছিয়ে যাচ্ছে। সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতারা ঢাকার পর নারায়ণগঞ্জকে বেশী গুরুত্ব দিচ্ছেন। এ জেলার নেতাদের সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। দলের হাইকমান্ড এ জেলাকে গুরুত্ব দিয়ে নানা কর্মকান্ড শুরু করেছেন। প্রবীণদের পাশাপাশি নবীন নেতাদের সমান গুরুত্ব দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। এ কারণে দলের মহাসচিব থেকে শুরু করে একাধিক নেতা নারায়ণগঞ্জ সফর করেছেন এবং আগামী দিনের একাধিক কর্মসূচিতে ডাক সাইটের বেশ কিছু নেতা নারায়ণগঞ্জ সফর করবেন বলেও বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন। দলের নেতাকর্মীদের চাঙা রাখতেই দলের শীর্ষ নেতারা নারায়ণগঞ্জে এসে জ্বালাময়ী বক্তব্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে সাহস সঞ্চার করছেন। আর এটা নেতাদের কৌশল এমন দাবি বিএনপির। তবে, বিএনপির শীর্ষ নেতারা বিনা বাঁধায় নারায়ণগঞ্জে এসে শীর্ষ নেতাদের হুংকার দেয়ার কারণে আওয়ামীলীগেও চাপা ক্ষোভ দেখা দিয়েছে। জেলার শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে আওয়ামীলীগে ক্ষোভ দেখা দিয়েছে। দলের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Leave a Reply