Home » প্রথম পাতা » রূপগঞ্জ ভ’মি অফিসে অনিয়মই যেন নিয়ম

বিজয় সমাবেশ কতটুকু সফল!

২৫ ডিসেম্বর, ২০২১ | ৯:৫৯ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 131 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সমাবেশ নিয়ে নগরবাসীর মধ্যে নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। অনেকে বলে বেড়াচ্ছেন এ কেমন বিজয় সমাবেশ। যেখানে বিজয় সমাবেশের নামে নির্বাচনী সমাবেশ করা হলো। তা হলে এ সমাবেশ কতটুকু সফলতা পেল। নগরবাসী বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর উদযাপন করছে বাংলাদেশ। স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন হচ্ছে সারাদেশে। সেইসাথে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিববর্ষ। দুটি মহান চেতনার উৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ নগরীর শেখ রাসেল পার্কে আয়োজন করে ‘বিজয় সমাবেশ’। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়ার মধ্যে এই বিজয় সমাবেশ নিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীরা তীব্র আপত্তি তুললেও নগরবাসীর দৃষ্টি ছিলো এই সমাবেশকে ঘিরে। অনেকেই ভেবেছিলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীণতার প্রেক্ষাপট, জাতির জনক বঙ্গবন্ধুর অবদান, ৯ মাসের যুদ্ধে বিজয় অর্জন, বর্তমান সরকার ও প্রধাণমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের জন্য ম্যাসেজ আসবে এই বিজয় সমাবেশ থেকে। শেষ পর্যন্ত নামে বিজয় সমাবেশ হলেও এটি একটি নির্বাচনী শো ডাউনে রুপ নেয়ায় হতবাক নগরবাসী। প্রত্যক্ষদর্শী কয়েকজনের মন্তব্য, এটিকে বিজয় সমাবেশ নাম দিয়ে ঠিক করেননি জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। কেননা এখানে মুক্তিযুদ্ধ, বিজয় অর্জনের ইতিহাস, স্বাধীণতার সুবর্ণ জয়ন্তির আলোচনার পরিবর্তে শুধু মাত্র আসন্ন ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়েছে। তাই এটাকে নির্বাচনী সমাবেশ নাম দিলে মন্দ হতোনা। মহান স্বাধীণতার ৫০ বছর পূর্তির সূবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে প্রধাণ বক্তা ছিলেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী। প্রধাণ অতিথি ছিলেন সিটি নির্বাচনে কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিজয় সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছিলো ব্যাপক প্রচারণা। সেইসাথে অপরাপর মেয়র প্রার্থীদের ছিলো তীব্র আপত্তি। এরইমধ্যে গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর শেখ রাসেল পার্কে শুরু হয় বহুল আলোচিত এই সমাবেশ। যদিও বিজয় সমাবেশ নাম দেয়া হয়েছিলো, তবে পুরো সমাবেশটিই ছিলো আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর নির্বাচনী প্রচারণা। নৌকা মার্কার পক্ষের প্রচারণা।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *