বিতর্কহীন নেতার খোঁজে আ’লীগ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটির গঠনে বির্তকহীন নেতা খুঁজছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি রাজধানীর পাশে এই নারায়ণগঞ্জকে শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন। জানা যায়, জেলা ও মহানগর এবং উপজেলার থানা আওয়ামীলীগের বর্তমান নেতারা বর্তমানে ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন। তারা আগামী আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে থাকতে পারবে কিনা সন্দেহে রয়েছে। এর মধ্যে নবীনেরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কমিটিতে ঠাঁই না পেয়ে হতাশা নিশ্চুপ হয়ে পড়েছে। অনেকে কমিটির শীর্ষ পদ নিয়ে দলের জন্য মাঠে থাকে না। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অনেক নেতা বাড়ির রাজধানী ও আশেপাশে। ডিসেম্বরে পর জামায়াত ও বিএনপি আন্দোলনে তারা অবদান কি থাকতে পারে এর মধ্যে আলোচনা উঠে এসেছে। দলের একাধিক শীর্ষ নেতা জানান, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দিক দেখভাল করা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্যকে ক্লিন ইমেজের নেতা খুঁজতে বলেছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এও বলেছেন, অনেকে নেতা তালিকা আমার কাছে রয়েছে। প্রয়োজন সেগুলো নিয়ে যাও, ছাত্রলীগ থেকে পরিক্ষিত নেতাদের আওয়ামীলীগে পতাকা তুলে দেও। এর পাশাপাশি যারা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়ে এখনো শক্ত অবস্থান রয়েছে সেসব নেতাদের সুযোগ সৃষ্টি করে দেও। আওয়ামী লীগ সন্ত্রাস, চাঁদাবাজ, জামায়াত-বিএনপি আতাঁতকারীদের দলে বেড়ানো থেকে বিরত রাখার নির্দেশ রয়েছে কেন্দ্রীয় সহ জেলা মহানগর উপজেলা থানা নেতাদের। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনের পর কেন্দ্রীয় নেতাদের এমন নিদের্শনা দেন সভানেত্রী। এ সময় মহানগর আওয়ামীলীগের নবীনদের হাতে পতাকা তুলে দেয়ারও আলোচনা করা হয়। শহর থেকে মহানগর আওয়ামীীলগের ৭ বছর হলেও ২৭টি ওয়ার্ড ও তিনটি থানা কমিটি করতে ব্যর্থতা পরিচয় দিয়েছেন সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা।
Leave a Reply