Home » প্রথম পাতা » সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

বিসিবি নির্বাচনে না’গঞ্জের তিন জন

০৪ অক্টোবর, ২০২১ | ৬:১৯ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 860 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে মোট ২৩টি পদের জন্য লড়বেন ৩২ জন। নারায়ণগঞ্জ থেকে এ নির্বাচনে অংশগ্রহন করছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভির আহমেদ টিটু, গাজী গ্রুপ ক্রিকেটার্স’র প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক মাসুদুজ্জামান। তানভির আহমেদ টিটু ২০১৬ সালে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করেন। তার পর থেকেই নারায়ণগঞ্জের খেলায় হয়েছে ব্যপক উন্নয়ন। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নেও তিনি রেখেছেন বিশেষ ভুমিকা। তার কারনে জেলায় সব রকমের খেলা পেয়েছে চাঙ্গা ভাব। ইতিমধ্যেই নারায়ণগঞ্জে নতুন করে একটি ফুবল মাঠ নির্মানের পরিকল্পনার কথাও বলেছেন জেলা ক্রীড়া সংস্থার উজ্জ্বল এই নক্ষত্র। যেখানে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের খেলা। গাজী গোলাম মর্তুজা ২০১৮ সালে বিসিব’র পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। পাশাপাশি গাজী গ্রুপ ক্রিকেটার্স এর প্রেসিডেন্ট তিনি। নারায়ণগঞ্জসহ দেশের খেলায় ভুমিকা রাখার চেস্টা করছেন। চলতি বছরেই মোহামেডান স্পোর্টিং ক্লাব এর পরিচালকের দায়িত্ব পান মাসুদুজ্জামান। তিনি দায়িত্ব গ্রহনের পরে খেলা ও খেলোয়াড়দের প্রতি অতি গুরুত্ব দিয়ে তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নির্বাচনের মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিন ছিল ২৫ সেপ্টম্বর। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ২৮ সেপ্টেম্বর।  মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের পরের দিন ৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *