বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: সিরাজুল মামুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সিরাজুল মামুন বলেছেন, দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচিত হলে গরীব অসহায়দের সাহায্য সহযোগিতাসহ বেকার তরুন তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি গতকাল শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে ৬ ও ৭ নং ওয়ার্ডে গণসংযোগ কালে এ কথা বলেন। তিনি তারুণ্য নির্ভর এবং নারায়ণগঞ্জের অবকাঠামো সুন্দর ভাবে গড়ি তোলার জন্য নিরলসভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলে জন সাধারণকে জানান। সিটি কর্পোরেশন নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকটিকে মানুষ বেছে নিয়েছে এবং আওয়ামী সরকার ও তার দলীয় প্রতীক নৌকাকে ইতি মধ্যেই বয়কট করেছে। নারায়ণগঞ্জের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়। তাই তাদের সার্বিক নিরাপত্তাসহ জনকল্যাণ যত কাজ আছে তা আমরা করবো। উন্নয়নের রোল মডেল হবে দেওয়াল ঘড়ি। সিদ্ধিরগঞ্জে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সিরাজুল মামুন। গনসংযোগকালে আরোও উপস্থিত ছিলেন মাওলানা গোলাম রাব্বানি, নুর মোহাম্মদ খান, কামরুল হাসান পায়েল, এমদাদুল হক, খোরশেদ আলম, জাহিদ হাসান ও মনির হোসেন সহ সিদ্ধিরগঞ্জ থানা ও মহানগরে বিভিন্ন ওয়ার্ডের খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply