Home » শেষের পাতা » বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত

ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪৫ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 40 Views

ডান্ডিবার্তা রিপোর্ট নানা অপকর্মের কারণে যিনি সবসময় পত্র-পত্রিকায় আলোচনায় থাকেন তিনি হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি মো. নাজিমুদ্দিন। এবার এক ব্যক্তির সম্পত্তি দখলের দায়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে। গত শুক্রবার ফতুল্লা থানায় সালাউদ্দিন বেপারী (৬৫) নামের এক ব্যাক্তি ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। এবিষয়ে ভুক্তভোগী সালাউদ্দিন বেপারী বলেন, ভূইগড় পূর্বপাড়া সর্দার বাড়ি সংলগ্ন আমার বাড়ি জোর করে নিয়ে নিতে চায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন সহ তার সহযোগীরা। আমি বাঁধা দিলে নাজিমুদ্দিনের লোকজন চাকু-ছুরি নিয়ে আমার মালীকানাধীন সম্পত্তিতে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি ধামকি প্রদান করে। আমি কোনো উপায় না পেয়ে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এ এস আই শামসুল হক বলেন আমরা সরজমিনে তদন্ত করেছি। আইনশৃঙ্খলার কোনো অবনতি যেনো না হয় তার জন্য দুই পক্ষকে থানায় আসতে বলেছি। এটা আদালতের বিষয় আমরা কিছু করতে পারি না তবুও আমরা আইনের প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছি।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *