ভোট কেন্দ্রে বিশৃংখলাকারীদের প্রতি এসপির কঠোর হুশিয়ারি

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে যদি কেউ ব্যালটে হাত দেয় তাহলে ব্যালট থাকবে তার হাত থাকবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। অন্যথায় যদি কেউ না মেনে গেঞ্জাম করে তাহলে ৪ রাউন্ড দিবেন উড়াইয়া বলেও মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে পুলিশ ও আনসার বাহীনীদের সাথে এক সভায় তিনি এ হুশিয়ারি উচ্চারন করেন। প্রার্থীদেরকে উদ্দেশ্য করে এসপি বলেন, সব দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমার একজন সদস্যের যেনো কারো ক্ষতি না হয়। আপনারা যদি আমাকে অশান্তি দেন, তাহলে আমরা আপনাদেরকে ঘরে থাকতে দিবো না। সবাই আচরনবিধি মেনে চলবেন। আমরা চাই নারায়নগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরি, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোহ্ম¥দ নাজমুল হাসানসহ ৩ উপজেলার অফিসার ইনচার্জ ও আনসার সদস্যরা।
Leave a Reply