মন্ত্রী গাজীর ঘনিষ্ঠ অনুসারি ডন বজলু

ডান্ডিবার্তা রিপোর্ট পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর হামলার অভিযোগে কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ ও মন্ত্রী গাজীর ঘনিষ্ঠভাজন অনুসারি বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব-১। মন্ত্রী গাজীর বিভিন্ন কর্মসূচিতে মেম্বার বজলুর সরব উপস্থিতিসহ নানা কর্মকান্ডেই তিনি মন্ত্রীর লোক হিসেবে পরিচিত। গতকাল শুক্রবার বিকেল ৪টায় তাকে চনপাড়া পূর্বগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অপারেশন অফিসার। তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর র্যাবের ওপর হামলার অভিযোগে চনপাড়া একালার কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব জানায়, গত ১০ নভেম্বর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন নিহত হয়। সিটি শাহীনের সব অপকর্মের সেল্টারদাতা ছিলেন বজলু চেয়ারম্যান। এছাড়া র্যাবের ওপর হামলার নেতৃত্ব দেন বজলু। স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, চনপাড়ার অস্ত্র ব্যবসা, প্লট বাণিজ্য, নৌকার ঘাট, বাজার, পরিবহণ, জুয়া এবং সালিশি বৈঠকসহ চনপাড়ার সবকিছুর নিয়ন্ত্রণই যেন বজলুর হাতে। ২০০৩ সালে রূপগঞ্জের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) কেএম শফিউল্লাহর বিরুদ্ধে অনাস্থা এনে ঝাড়ু-জুতা মিছিল করে আলোচনায় আসে বজলু। ২০০৬ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। ওই সময় তার বিরুদ্ধে ১১টি মামলা ছিল। গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী এক প্রতিবেদনে চনপাড়া এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান খান বলেছেন, ‘আপনি এখানে এলেন কীভাবে? আমরাও তো ভয় পাই। অভিযান চালাতে গেলে এলাকার মাদক ব্যবসায়ীরা আমাদের ওপরও হামলা চালায়। পরে এলাকায় এলে আমাকে জানিয়ে আসবেন। কারণ এখানে সাংবাদিকদেরও নিরাপত্তা নেই।’ সূত্র: লাইভ নারায়ণগঞ্জ।
Leave a Reply