One

মানুষ এক মহীয়সী নারীর সঙ্গে পরিচিত হবে: তিশা

ডান্ডিবার্তা | অক্টোবর ১৪, ২০২৩ ১০:২৫

গতকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব :একটি জাতির রূপকার’। সিনেমাটি মুক্তির আগে থেকেই ছিল আলোচনায়। তবে মুক্তির পর যে সেই আলোচনা বহুগুণে বেড়েছে। সকলেই সিনেমাটির প্রশংসা করছেন। শুধু বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ নয়, সিনেমাটিতে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিবের পরিণত বয়সের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিনি বলেন, ‘সিনেমাটি মুক্তির আগে থেকেই দারুণ প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। এখন তো প্রেক্ষাগৃহে সবাই দেখতে পাচ্ছেন ছবিটি। হল থেকে বের হয়ে সবাই যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তাতে সত্যি আমি মুগ্ধ। আমি মনে করি, বঙ্গবন্ধুকে আরও গভীরভাবে জানতে সিনেমাটি সবার দেখা উচিত।’ এছাড়া সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে তিশা বলেন, ‘সিনেমাটির মাধ্যমে সবাই জানতে পারবে বঙ্গবন্ধুর সফলতার পেছনে ফজিলাতুন নেছার কতটা অবদান রয়েছে। মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে বলে প্রত্যাশা আমার।’

তিশা আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কথা সবাই জানে, কিন্তু ফজিলাতুন নেছাকে নিয়ে খুব বেশি চর্চা হয় না। স্বাধীনতা-সংগ্রামের সময় বঙ্গবন্ধু যখন রাজনৈতিক বন্দি হিসেবে জেলে ছিলেন তখন বেগম মুজিব তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পরিবারের দেখাশোনা করেছেন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। ফজিলাতুন নেছা অসাধারণ সব কাজ করেছেন। আমি মনে করি, এই সিনেমার মাধ্যমে মানুষ দারুণ এক মহীয়সী নারীর সঙ্গে পরিচিত হবে। যাকে নিয়ে গর্ব করা যায়। তার কাজ ও ত্যাগ সম্পর্কে জানতে পারবে।’

এদিকে সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি তারকারও ভিড় করছেন প্রেক্ষাগৃহে। হল থেকে বের হয়ে সবাই প্রতিক্রিয়া জানাচ্ছেন নানা মাধ্যমে। জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস বলেন, ‘মুজিব :একটি জাতির রূপকার সিনেমাটি দেখে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নেই। আমার চোখে জল চলে এসেছিল। বারবার চোখ মুছেছি। প্রতিটি চরিত্রই আসলে জীবন্ত হয়ে ধরা দিয়েছে দর্শকের কাছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা যেমন গুরুত্ব নিয়ে এ সিনেমায় হাজির হয়েছেন, তেমনি আমাদের স্বাধীনতার ইতিহাস ও সেই সময়কার ঐতিহাসিক চরিত্রগুলোও দারুণভাবে উঠে এসেছে। আমি মনে করি এমন একটি সিনেমা আরও আগে নির্মাণের দরকার ছিল। জাতি তাহলে বঙ্গবন্ধু, জাতির পিতা, মুক্তিযুদ্ধ নিয়ে আরও অনেক বেশি চর্চা হতো।’

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু তার প্রতিক্রিয়ায় বলেন, ‘নির্মাতা চরিত্রগুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এ জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।’ অভিনেত্রী নিপুণ বলেন, ‘দেখতেই পাচ্ছেন আমার চোখ থেকে এখনও পানি পড়ছে। আমরা অনেক লাকি যে, আমরা শিল্পী সমিতিতে আসার পরই এমন একটি সিনেমাটি নির্মিত হয়েছে। এই প্রজন্মের সবাইকে বলবো, হলে এসে ছবিটি দেখবেন।’

অন্যদিকে সিনেমাটি দেখে অনেক তারকাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেককেই চোখের জল মুছতে দেখা যায়। সিনেমাটি দেখার পর অভিনেত্রী ভাবনা বলেন, ‘আমাদের জাতির পিতাকে নিয়ে ছবি! আসলে এই মুহূর্তে সত্যি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছি। কিছু বলা এখন কঠিন আমার জন্য। তবে এটুকু বলবো, সবাই ছবিটি দেখুক।’ কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘শেষ দৃশ্যটা দেখার পর আসলে ইমোশনাল হয়ে পড়েছি। সিনেমাটি দেখে অনেককিছু জানতে পারলাম। আমি বলবো সবারই সিনেমাটি দেখা উচিত। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে আরও বেশি ধারণা পাওয়া যাবে।’ আরেক কণ্ঠশিল্পী কণার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে সিনেমাটি দেখে এত বেশি ইমোশনাল হয়ে গেছি যে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কখনও ভাবতে পারিনি সিনেমাটি এত ভালো লাগবে। সিনেমাটি সত্যিই সিনেমার মতোই বানিয়েছেন শ্যাম বেনেগাল। অভিনয়, নির্মাণ সবই দারুণ ছিল। শেষ দৃশ্য দেখে তো কান্না করেছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 20 =

01

Sunday

January

2023

.
HH:MM:SS:AM/PM

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২

ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]

ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল

ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]

নারায়ণগঞ্জ জেলা

AvovBnvRvi‡mvbviMvue›`iiƒcMÄwmw×iMÄdZzj­vm`i

বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪

আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]

মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?

ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭

হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩৩
  • ৬:২৭

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Copyright © Dundeebarta 2023