মাস্তানি ও পেশী শক্তির দিন শেষ

বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেছেন, আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার বন্দর ও রুপগঞ্জ উপজেলায় সদ্য অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ সুষ্ঠ ও সুন্দর হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা কাউকে ছাড় দেইনি। বন্দরে অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউকে সিল মারতে দেওয়া হয়নি। সোনারগাঁ নির্বাচনও হবে অবাধ নিরপেক্ষ। যে হাতে সিল মারতে আসবে সে হাত রেখে যেতে হবে। আমাকে সোনারগা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় বন্দর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওপেন হাউজ ডে সভায় অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু আরো বলেন, সরকারের প্রথম শ্রেণীর একজন গেজেট অফিসার, একজন পুলিশ পরিদর্শক ও একজন উপ-পরিদর্শককে কি ভাবে কুপিয়েছে। আমরা কাউকে ছাড় দেব না সে যে দলের হোক। যারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের প্রথম শ্রেণীর কর্মকর্তাকে হাত তোলতে পারে সে ঐ চেয়ারে বসে জনগনের সেবা করতে পারে না। আপনি প্রতিদ্বন্ধীতা করে আরেক জনের সাথে জিতে আসবেন এ নৈতিকতা মনোভাব না থাকলে আপনি কেন নির্বাচন করবেন। মাস্তানী ও পেশী শক্তি রাজনিতী দিন শেষ। বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন বন্দর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মহসিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, বন্দর ফাঁড়ী ইনর্চাজ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার সাহা প্রমুখ। ওপেন হাউজ ডে সভায় উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজোহা, জাপা নেতা সহিদসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply