মিতু হত্যাকান্ডের আসামী সেন্টু শেখ গ্রেফতার

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার চাঞ্চল্যকর মিতু হত্যাকান্ডের অন্যতম সহযোগী মো: সেন্টু শেখ (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা। গতকাল রবিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার জামতলা হাজী ব্রাদার্স রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন বিকালে র্যাব-১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এ বছরের গত ১৫ জুলাই বন্দর থানার পচারবাগ এলাকাস্থ আকিজের ট্রাক স্ট্যান্ডের অপর পাশে খালের মধ্যে তোষক দিয়ে মোড়ানো অজ্ঞাত মহিলার গলিত লাশ পাওয়া যায় এবং পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ অজ্ঞাত লাশ সনাক্ত করে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ভিকটিমের স্বামী রুহুল আমিন ওরফে রবিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে যে, সে তার নিজ স্ত্রী মিতু আক্তার (২৮) কে হত্যা করে এবং সেন্টু শেখ এর সহায়তায় লাশ গুম করে। চাঞ্চল্যকর এ ঘটনা জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। পরবর্তীতে র্যাব-১১, সিপিসি-১ পলাতক আসামী সেন্টু শেখকে গ্রেফতারের লক্ষ্যে উল্লে¬খিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহকরত ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় লোমহর্ষক এ হত্যাকান্ডের সাথে জড়িত সহযোগী আসামী সেন্টু শেখকে গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সেন্টু শেখ র্যাবকে জানায় যে, ভিকটিম মিতু আক্তার এর লাশ গুম করার কাজে সে ভিকটিমের হত্যাকারী রুহুল আমিন ওরফে রবিনকে সহয়তা করে এবং সে লাশ তোষকে পেচিয়ে বন্দর থানাধীন পচারবাগ এলাকায় একটি খালে ফেলে আসে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।
Leave a Reply