মেয়র প্রার্থী হচ্ছেন লিপি ওসমান!

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। নাসিক নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কে হচ্ছেন এনিয়ে শহরময় চলছে জল্পনা কল্পনা। মেয়র আইভী ইতিমধ্যে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও তার প্রতিপক্ষরা এখনো কে প্রার্থী হবেন তা প্রকাশ করেননি। অবশেষে গত শুক্রবার সাংসদ শামীম ওসমানের বিয়াই ফয়েজ উদ্দিন লাভলু একটি অনুষ্ঠানে লিপি ওসমানকে নাসিকের মেয়র প্রার্থী হওয়ার অনুরোধ জানানোর পর গতকাল শনিবার তাছিল টক অব দ্যা টাউন। অনেকে মনে করছেন, আগামী নাসিক নির্বাচনে মেয়র পদে লিপি ওসমান প্রার্থী হচ্ছেন বলেই তা ফয়েজ উদ্দিন লাভলু প্রকাশ করেছেন। ইতোমধ্যে এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। এ মুহূর্তে নারায়ণগঞ্জজুড়ে একটাই গুঞ্জন, কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন, কে হচ্ছেন মেয়র? তবে, এই গুঞ্জনে নতুন করে যুক্ত হয়েছে সাংসদ শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপির নাম! গত শুক্রবার বন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমানের বিয়াই ও নারায়ণগঞ্জ ক্লাবের নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন লাভলু বলেন, উনার (লিপি ওসমানের) চাহিদা হচ্ছে, এখন নারায়ণগঞ্জে মেয়র করতে চায় মানুষ। নারায়ণগঞ্জের প্রতিটা ঘরের মানুষ চায়। কারণ উনার সাথে কথা বলা যায়। উনার সাথে পরামর্শ করা যায়। আর অন্য কারো কাছে গেলে ধমক খেতে হয়। করোনাকালে যখন সবাই লুকিয়ে চলে, তখন আমাদের লিপি ভাবী বেরিয়ে এসেছেন। অকাতরে সাহায্য করেছেন। যে সাহায্যের কথা সারা পৃথিবী জানে। অনেকে বড় বড় চেয়ার নিয়া বসে আছেন কিন্তু বাসা থেকে বের হয় নাই। সে সময় আমার ভাবি সাহায্য করেছেন। উনি বেটার আমাদের জন্য। ভাবি যদি আমাদের জন্য আসে আমাদের জন্য সোনায় সোহাগা হবে। এদিকে আইভী অনুসারিদের মতে, শহরবাসীর কাছে ভালোবাসার অপর নাম চুনকা পরিবার। সেই পরিবারের উত্তরসূরি ডা. সেলিনা হাযাত আইভী। যিনি নির্বাচিত মেয়র। এবার তাকে প্রতিহত করতে মাঠে নেমেছেন প্রভাবশালী মহল। পক্ষটি স্বাধীনতার পরবর্তী সময় থেকে মানুষকে ভয় দেখিয়ে নির্যাতন করে আসছিলো। ওই পক্ষটির কাছে অন্যায় অত্যাচারে বিরুদ্ধে অবিচল একজন প্রতিবাদী নারী হচ্ছেন আইভী। তাকে ওই পক্ষটি নিজেদের পথের কাঁটা মনে করেন। তাই তাকে সরাতে নানা পরিকল্পনা, ছক আঁকছে তারা। সূত্র জানায়, এই নারায়ণগঞ্জে ভয়কে উপেক্ষা করে সাহসী উচ্চারন শিখিয়েছেন বর্তমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী। এখন অনেকে সাহস রেখে তাদের বিরুদ্ধে দাঁড়াতে শিখে গেছেন। এসব কিছু হয়েছে আইভীর কারনে। আর এসব কারণে তিনি জনগনের কাছে পেয়েছেন ভালোবাসা ও সাহসের বাতিঘর উপাধি। শহরবাসী বলছেন, আইভীকে আমাদের আবারও দরকার। কেননা তিনি পাশে থাকলে অন্যায়ের বিরুদ্ধে আমরা সাহস খুঁজে পাই। তিনি যদি আবার মেয়র না হয়ে আসেন তাহলে ওই পক্ষটি আবারও মানুষের মাঝে জুলুম করা শুরু করবে। তাদের দ্বারা মানুষ আবারও নির্যাতনের শিকার হবেন। আমরা যদি আইভীকে হারাই তাহলে এই শহরে কথা বলার মতো মানুষ থাকবে না। সুতরাং শহরবাসীর পাশে থাকার জন্য আইভীকেই প্রয়োজন। তারা আরও বলেন, আইভীর থেকে কোনো ভাবেই যোগ্যতা সম্পন্ন নন লিপি ওসমান। কেন্দ্রীয় আওয়ামী লীগও বিষয়টি ভালো করে জানেন। তারা হয়তো চেষ্টা করছেন তাকে মনোনয়ন পাইয়ে দিতে। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই চেষ্টা তদবির ধোপে টিকবে না। কেননা, আইভীর প্রতিই মানুষের ভরসা। কেন্দ্রও বিশ্বাস রাখে। তবে সাধারণ মানুষ মনে করে আইভীর শক্ত প্রতিপক্ষ হতে পারে সালমা ওসমান লিপি। সব কিছুই নির্ভর করছে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। যিনি নৌকা প্রতীক পাবেন তিনি হয়তোবা নাসিকের আগামী মেয়র হবেন। সব কিছুই সময় বলে দিবে বলে অভিজ্ঞ মহলের অভিমত।
Leave a Reply