মোশাররফ রুবেলের মৃত্যুতে টিটুর শোক

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। এক শোকবার্তায় গতকাল মঙ্গলবার রাতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন মোশাররফ হোসেন রুবেল। বিকেলে ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শোকবার্তায় তানভীর আহমেদ টিটু বলেন, মোশাররফ হোসেন রুবেল দেশের একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। অসময়ে তার এ চলে যাওয়া দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ক্রিকেটার রুবেল ক্যান্সারে আক্রান্ত হলে মাননীয় প্রধানমন্ত্রী তার উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। বিসিবি সবসময় তার পাশে থেকে সহযোগিতা করেছে।
Leave a Reply