যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাতপাখার গণসংযোগে মাঠে

ডান্ডিবার্তা রিপোর্ট
ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন নারায়ণগঞ্জে আগমন যুবকদের মাঝে নবউদ্দীপনা সৃষ্টি করলো। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহর হাত পাখায় যেন তারুণ্য শক্তি যোগ হলো। হাতপাখার পালে নতুন বাতাস দোলা দিল। গতকাল রবিবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন ওয়ার্ডে মুফতি মাসুম বিল্লাহ হাতপাখার ব্যাপক গণসংযোগ করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অর্থ সম্পাদক তাজউদ্দীন আহমদ, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডা. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ বিল্লাল হোসেন, সেক্রেটারি হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ নেতৃবৃন্দ। মাও. নেছার উদ্দিন বলেন, মুফতি মাসুম বিল্লাহর ডানে-বামে, সামনে-পিছনে প্রাচীরের মত যুব আন্দোলন রয়েছে। আমরা যুবক, তরুণ্য আমাদের অহংকার। পাতপাখার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টিতে আমরা জোরালো ভূমিকা রাখব এবং বিজয়ের মালা আনব ইনশাআল্লাহ।
Leave a Reply