One

রফিউর রাব্বির বিরুদ্ধে খোকন সাহা’র জিডি
ডান্ডিবার্তা | জুলাই ১৯, ২০২১ ৬:৪৩
ডান্ডিবার্তা রিপোর্ট
ওসমান পরিবারের সদস্যদের নামে রাস্তা ও ব্রীজের নামকরণের পর রফিউর রাব্বি নেতিবাচক বক্তব্যের প্রেক্ষিতে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার দায়ের করা জিডির মূলকপি দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। সদর থানায় করা সাধারণ ডাইরীর (জিডি) কোন আইনানুগ ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে খোকন সাহা আদালতের স্মরণাপন্ন হলে গতকাল রোববার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কাউসার আলম এ আদেশ দেন। ৭ দিনের মধ্যে অর্থাৎ ২৬ জুলাইয়ের মধ্যে জিডির মূল কপি আদালতে দাখিল করার জন্য সদর থানার অফিসার ইনচার্জকে ওই নির্দেশ প্রদান করা হয়। এড. খোকন সাহার পক্ষে আদালতে আবেদনটি উপস্থাপন করেছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদোস জুয়েল। এছাড়াও মামলাটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো. মহসিন মিয়া, এড. বিদ্যুত কুমার সাহা, এড. মাহবুব হোসেনসহ অর্ধ শতাধিক আইনজীবী। সিআরপিসি ১৮৯৮ এর ১৫৫ (১) ধারা অনুযায়ী, থানায় কোন আমলযোগ্য অপরাধের ডাইরী দায়ের হলে থানার অফিসার ইনচার্জ সংবাদদাতাকে সত্ত্বর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন এবং তদন্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নিয়ম রয়েছে। অথচ, বাদী দীর্ঘদিন আগে থানায় জিডি দায়ের করলেও থানা থেকে জিডি সংক্রান্ত কোন তথ্য পায়নি আদালত। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মে ৩টি আলাদা স্মারকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী প্রজ্ঞাপন জারী করেন। সেখানে চাষাড়া-খানপুর-গোদনাইল-আদমজী ইপিজেড সড়ককে (আর ১১৫) ভাষা সৈনিক “বেগম নাগিনা জোহা সড়ক”, সাইন বোর্ড চেইনেজ আঞ্চলিক মহা সড়কটি স্বাধীনতা পদক প্রাপ্ত (মরনোত্তর) “ভাষা সৈনিক এ.কে.এম সামসুজ্জোহা সড়ক” ও নির্মাণাধীন ৩য় শীতলক্ষ্যা সেতুটির নাম বীর মুক্তিযোদ্ধা ‘এ.কে.এম নাসিম ওসমান সেতু’ নামে সরকার নামকরণ করা হয়। সদর মডেল থানায় গত ১৫ জুনের দায়ের করা সাধারণ ডাইরীতে (নারায়ণগঞ্জ থানার জি.ডি খ্রিঃ-৬৪৬) এড. খোকন সাহা উল্লেখ করেন, ৮জুন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী বক্তব্যে বলেন, ‘সরকারের কতিপয় মন্ত্রী ও আমলারা টাকা খেয়ে এই নারায়ণগঞ্জের রাস্তা ও বিভিন্ন স্থাপনা বিভিন্ন জনের নামে নামকরণ করেছে। আমরা এ মন্ত্রী, আমলাদের প্রশ্ন করতে চাই যে, দয়া করে আপনারা আমাদের জানান যাদের নামে নামকরণ করলেন, তাদের এই নারায়ণগঞ্জ বা দেশে অবদানটা কি? লাশ ফেলা, খুন খারাবী এই গুলি যোগ্যতার মধ্যে পরে কি না এতটুকু জানান।’ ৯ জুন তার এই বক্তব্য বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার শিরোনাম হয়। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যাদের নামে রাস্তা ও সেতুর নামকরণ করেছেন ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আদেশ দিয়েছেন।’ জিডিতে তার দাবী, ‘বিবাদী রফিউর রাব্বী ইচ্ছাকৃতভাবে অপকর্ম করে রাষ্ট্র, রাষ্ট্রপতি, মন্ত্রীদের ইচ্ছাকৃত ভাবে অবজ্ঞা করিয়া রাষ্ট্রদ্রোহিতার কাজ করছেন। ইতিপূর্বে ৬-৭ বৎসর যাবৎ বাংলাদেশ প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য করেছেন যা রাষ্ট্রদ্রোহিতার সামিল।’ এ ব্যাপারে এড. খোকন সাহা বলেন, ‘বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ২টি সড়ক ও ১টি সেতু নারায়ণগঞ্জের ৩ ব্যক্তির নামে নাম করণ হয়েছে। কিন্তু রফিউর রাব্বী গত ৮ জুন একটা অপব্যাখ্যা দিয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় আমি একটি জিডি করে ছিলাম। কিন্তু কোন ফলাফল না পাওয়াতে আদালতের দারস্ত হই। পরে আদালত ডিজি কপিটি তদন্ত করার আগামী ২৬ জুলাই জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’ তবে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহজামান বলেন, এখনও আদালতের আদেশ হাতে পাইনি। হাতে পেলে আদেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023