One

লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধগতিতে মধ্যবিত্ত মানুষের বোবা কান্না
ডান্ডিবার্তা | মে ২৫, ২০২২ ৭:১১
ডান্ডিবার্তা রিপোর্ট
নিত্যপণ্যের মূল্য প্রতিদিন বৃদ্ধি পাওয়ার কারণে ফুঁসে উঠতে শুরু করেছে নারায়ণগঞ্জের নি¤œআয়ের মানুষ। চাল, ডাল, তেল, চিনি, আটা-ময়দা, পেঁয়াজসহ নিত্যপণ্যের সঙ্গে স্বস্তি নেই সবজির বাজারেও। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, নদীর মাছ, মুরগি কিংবা গরু বা খাসির মাংস এখন নি¤œ ও মধ্যবিত্তের কাছে সোনার হরিণের মতোই। যে ডিম, চাষের মাছ আর বয়লার মুরগি ছিল তাদের ভরসা সেখানেও দাম বেড়ে চলেছে পাল্লা দিয়ে। দাম বেড়ে যাওয়ায় এখন ডিম ও বয়লার মুরগি কিনতেও দশবার ভাবতে হচ্ছে নি¤œআয়ের মানুষের। এর মধ্যে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাড়তি বাসা ভাড়া। বিশেষ করে নারায়ণগঞ্জের মধ্যবিত্ত পরিবারগুলোতে চলছে ‘বোবা কান্না’। কী পরিমাণ কষ্ট আর চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে সে কথা উঠে এসেছে অনেকের চোখের কোণে জমে উঠা নোনা পানিতে। নারায়ণগঞ্জে দেশের বৃহত্তম রপ্তানি খাত নিট শিল্পের সঙ্গেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন বিভিন্ন জেলার প্রায় ২০ লাখ মানুষ। এছাড়াও বিভিন্ন সেক্টরে রয়েছেন আরও প্রায় ১০ লাখ স্থানীয় ও অন্য জেলার মানুষ-যাদের বেশিরভাগই নি¤œ ও মধ্যম আয়ের। ২০১৯-২০ এই দুই বছরে করোনার হটস্পট হিসেবে পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জে লকডাউন পরিস্থিতির কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল এ বিশাল জনগোষ্ঠীকে। জনপ্রতিনিধি ও সরকারের তরফ থেকে পাওয়া ত্রাণের বাইরে জীবিকার মাধ্যম হারিয়ে বেশিরভাগ নি¤œ আয়ের মানুষই দিন কাটিয়েছেন অবর্ণনীয় দুর্দশায়। তবে ওই সময় সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন মধ্যবিত্ত পরিবারগুলো। কারণ এ সব পরিবারের লোকজন মুখ খুলে কাউকে বলতেও পারেননি কিংবা হাত পাততেও পারেননি। গত বছরের পুরোটা সময় সেই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে ও স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টায় ছিলেন এসব নি¤œ ও মধ্যম আয়ের পরিবারগুলো। কিন্তু চলতি বছরে তাদের সামনে জীবিকা নির্বাহ করার জন্য কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি। সরেজমিন শহরের পাইকারি ও খুচরা বাজারগুলোতে ঘুরে, বিভিন্ন শ্রমঘন এলাকায় নি¤œ ও মধ্যম আয়ের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের দুর্দশার কথা। খোঁজখবর নিয়ে জানা গেছে, গত ২ মাসে গুঁড়োদুধের দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ৩৮-৪০ টাকা। শিশু খাদ্যের মূল্যও একইভাবে বেড়ে চলেছে দিনের পর দিন। এ ছাড়া যে সয়াবিন তেল এর মূল্য বৃদ্ধি নিয়ে দেশজুড়ে এত তোলপাড় হয়েছিল সেই সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি কেজির মাপে ২০৬ টাকা আর লিটারের মাপে ১৯৩ টাকা। খুচরা বাজারে মোটা চাল (ইরি) বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা কেজি দরে, একটু কম মোটা চাল বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি দরে; যা আগের চেয়ে কেজিতে বেড়েছে ছয়-সাত টাকা। চিকন চাল বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা দরে। এছাড়াও ডাল, চিনিসহ নিত্য ভোজ্যসামগ্রীর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, আন্তর্জাতিক বাজারের কারণে এ মূল্য আরও বাড়তে পারে বলে। শহরের দ্বিগুবাবুর বাজারের ক্রেতা ব্যাংক কর্মকর্তা চৌধুরী গোলাম জিলানী বলেন, দ্রব্যমূল্য নিয়ে কিছু বলে আর লাভ নেই। আমরা যারা চাকরিজীবী তাদের ওই এক হিসেবের মধ্যেই মাস পার করতে হয়। সেখানে জিনিস পত্রের দাম যেভাবে বাড়ছে মাস পার করার হিসেব কষতে কষতেই আমাদের ত্রাহি অবস্থা। এটা সত্যিই দুঃখজনক ব্যাপার। অপর ক্রেতা গণমাধ্যম কর্মী আবির শিকদার জানান, দ্রব্যমূল্যের বৃদ্ধিও জন্য শুধু আন্তর্জাতিক বাজার আর বিদেশের যুদ্ধকে দায়ী করেন কেউ কেউ। কিন্তু এই কারসাজির নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকায় আছেন কিছু অসাধু ব্যবসায়ী আর কিছু কালোবাজারি। যাদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের মধ্যবিত্ত ও নি¤œবিত্ত মানুষ। সরকারের বাণিজ্যমন্ত্রীর বিমর্ষ চেহারাই বলে দেয় কোনো কোনো ক্ষেত্রে সরকারকেও জিম্মি করে এরা। এজন্য সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণে অধিক সংখ্যায় মনিটরিং সেল গঠন করা। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। সিদ্ধিরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক ক্ষোভ জানিয়ে বললেন, কাকে কী বলবো? বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিলসহ বাসার খরচ, গ্রামের বাড়িতে থাকা বয়স্ক বাবা-মায়ের খরচ, অফিসে আসা-যাওয়া খরচ, নিজেদের মোবাইল খরচ, চিকিৎসা, ইন্টারনেট, ডিশ কানেকশনসহ কোন খরচটা বাদ দেওয়া যায় বলুন। এ সময় তাদের চোখে জমে উঠে নোনা জল। ক্ষোভের সুরে বললেন, মন্ত্রী-সচিবরা ঠিক কথাই বলেছেন। একদিনের তেলে ২ দিন খাবো। এক বেলার ভাত দুই বেলা খাবো। একমাত্র খাওয়ার খরচই কমাতে হয় আমাদের। তাই এখন মাছ-মাংসের কথা স্বপ্নেও ভাবি না, আর সবজি আর ডাল-ভাতও তিন বেলা খাওয়াই যেন কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে কয়েক লাখ শ্রমিকের আবাসস্থল হিসেবে পরিচিত শিল্পাঞ্চল ফতুল্লার অসংখ্য গার্মেন্টস কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অবর্ণনীয় দুর্ভোগের কথা। শ্রমিকরা জানান, করোনার মধ্যে কয়েক মাস কারখানা বন্ধ ছিল। বেতন বাড়েনি। বাড়িওয়ালা করোনার কারণে কিছু ভাড়া মাফ করলেও গত দেড় বছরে ভাড়া বাড়িয়েছে। বর্তমান বাজার দরে তারা হিমশিম খাচ্ছেন। তারা জানান, ডাল-ভাত যে তিন বেলা খাবো সেটাই তো কষ্টকর হয়ে যাচ্ছে। বেশ কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা বললে তারা জানান, সারা দিনে রিকশা চালিয়ে গ্যারেজে জমার টাকা দিয়ে ২শ টাকার বেশি হয় না। এ টাকায় পরিবার নিয়ে খাওয়া, থাকা, চিকিৎসা কেমনে সম্ভব। যাত্রীদের কাছে বেশি ভাড়াও চাওয়া যায় না; তারাও তো একই পরিস্থিতির শিকার।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023