শামীম ওসমানের বৈরি আচরণ স্বাভাবিক

ডান্ডিবার্তা রিপোর্ট
আমি ২০১১ তে লড়েছি শামীম ওসমানের সাথে। উনি উনার (শামীম ওসমানের) পরাজয় মেনে নিতে পারে নাই। উনি আমার সাথে বৈরি আচরণ করবে এটাই স্বাভাবিক। গতকাল সোমবার সকালে নাসিক ২১নং ওয়ার্ডে প্রচারণার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী এসব কথা বলেন। ‘গডফাদার’ বলাতে তৈমূর আলমের কেন এতো কষ্ট হচ্ছে সাংবাদিকের এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বুঝতে পারলাম না তৈমূর সাহেবের কি হলো? উনি (তৈমূর আলম) কেমন বিএনপি করে, নারায়ণগঞ্জের বিএনপি এর জবাব নিশ্চই দিবে। তৈমূর আলম খন্দকার কী নৌকায় উঠে পড়েছে এমন একটি প্রশ্নের জবাবে আইভী বলেন, তৈমূর আলম খন্দকার বলেছে আমার দলের নেত্রী খুব ভালো মানুষ। মনে হচ্ছে সে নৌকায় উঠে পার হয়ে যাবে। হাতি চলে যাবে বনে, উনি নৌকায় পার হয়ে আমার সাথে থেকেই যাবে। এর আগে সকাল দশটায় ২১ নম্বর ওয়ার্ডে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি হেঁটে হেঁটে এলাকাবাসীর সাথে কথা বলেন। ভোট প্রার্থনা করেন। তার পক্ষে লিফলেট বিতরণ করেন কর্মী-সমর্থকরা।
Leave a Reply