শামীম যা বলে তা ঘটে

ডান্ডিবার্তা রিপোর্ট
নেত্রী জাতিসংঘে গিয়ে বলেছেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ‘রুখে দাঁড়াও শেখ হাসিনার বাংলাদেশ’; আগামী ৯ অক্টোবর এই স্লোগানে আমাদের নেতা শামীম ওসমান ম্যাসেজ দিবে। কি ষড়যন্ত্র করা হচ্ছে- সেই কথাও তুলে ধরবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গিয়ে গতকাল বুধবার বিকালে এ কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। তার ভাষ্য, ‘গত ৬ তারিখের একটি মিটিংয়ে শামীম ওসমান জঙ্গিবাদ নিয়ে কথা বলেছেন, পরবর্তীতে আমরা দেখলাম কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। শামীম ওসমান যা বলে, সেটা তথ্য থাকে বলেই বলে। আর তাই ঘটেও যায়। আপনারা সেই সমাবেশে আসবেন। শামীম ওসমানের দেওয়া নির্দেশনা অনুযায়ী, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবেন।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে খোকন সাহা বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আপনারা তৃণমূল থেকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী দিবেন। আর মেয়র মনোনয়ন দিবেন জননেত্রী শেখ হাসিনা। তিনি দলের নেতাকর্মীদের মূল্যায়ন করা শুরু করেছে। আমি আশা করি, আগামী সিটি করপোরেশন নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত একজনকে মনোনয়ন দিবেন’। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা মালা, আওয়ামী যুবলীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক নিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ প্রধান প্রমুখ।
Leave a Reply