সংবাদ দেখার জন্য ধন্যবাদ

শীর্ষ নেতাদের কোন্দলের ভূঁইফোড় সংগঠনের নেতাদের দাপট বাড়ছে ‘লীগ ‘জুড়ে দেয়া ভূঁইফোড় সংগঠনে সয়লাব
ডান্ডিবার্তা রিপোর্ট
নেতায় নেতায় কোন্দল, মনোনয়ন যুদ্ধ, উত্তর-দক্ষিণ মেরুর বিভাজনসহ না কারণে আওয়ামীলীগের সরকার ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে এখনো গতি ফিরে আসেনি। জেলা আওয়ামীলীগের নেতাদের বিভাজনে দলের নেতাকর্মীরা বিচ্ছিন্ন ভাবে পালন করে আসছে দলীয় কর্মসূচি। আর মহানগর আওয়ামীলীগের অধিকাংশ নেতাই সুবিধাবাদি ও কর্মবিহীন। তাই দলীয় কোন কর্মসূচী একক ভাবে পালন করতে বেশ বেগ পুহাতে হচ্ছে তাদের। তাছাড়া জেলা ও মহানগর আওয়ামীলীগ কমিটির নেতারাও কয়েকটি ভাগে বিভক্ত। এছাড়াও থানা ও মহানগরীর ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগে ও সহযোগী সংগঠনগুলোর কমিটি যুগ পাড় হয়ে গেলেও পুনগঠন করা হচ্ছে না। তবে সোনারগাঁ. ফতুল্লা, বন্দর ও নারায়ণগঞ্জ সদর আওয়ামীলীগের সম্মেলন হলেও তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। পাশাপাশি এখনো পর্যন্ত চারটি কমিটিই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সম্মেলনের এক বছরেও কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। আর মহানগর আওয়ামীলীগের কমিটির মেয়াদ আড়াই বছর আগেই শেষ হলেও এখনো পর্যন্ত ২৭টি ওয়ার্ডের কমিটি গঠন করতে পারেনি। মূলত নেতায় নেতায় কোন্দলের কারণেই ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো গঠন সম্ভব হয়নি। আবার কোন কোন ইউনিটে কমিটি আছে তবে নেতার কোন অস্তিত্ব নেই। তাই সব মিলিয়ে সাধারণ নেতাকর্মীদের অভিযোগ, দল ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জে সাংগঠনিক ভাবে পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। অনুসন্ধানে জানাগেছে, কমিটিগুলো পুনগঠন না হওয়ায় এ সুযোগকে কাজে লাগিয়ে নেতা বনে গেছে অনেক বিতর্কীতরা। নজরদারী না থাকায় আওয়ামী লীগ ঘরাণার রাজনীতিতে ৯টি সহযোগি সংগঠন ছাড়া অন্যকোন সংগঠন না থাকলেও নামের পরে ‘লীগ ‘জুড়ে দেওয়া ভূঁইফোড় সংগঠন এখন নারায়ণগঞ্জের বিভিন্ন অলিগলিতে ছেয়ে ছেঁয়ে গেছে। মূলত শীর্ষ নেতাদের দ্বন্দ্ব ও নেতৃত্ব পরিবর্তন না হওয়ায় ভূঁইফোড় সংগঠনের দাপট দিন দিন বাড়ছে। যা নিয়ে দলের মাঠ পর্যায়ের ত্যাগী কর্মীরা বিব্রত। এসকল ভূঁইফোড় সংগঠনের নেতারা জমি দখল, মাদক ব্যবসা, ঝুট ও তেল সেক্টর নিয়ন্ত্রনসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এতে দলের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। তাই রাজনীতির মাঠের বাইরে রয়েছে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা। যে কারনে দলের স্বাভাবিক গতি ফিরে আসছে না। তবে রাজনৈতিক বোদ্ধারা বলছে কমিটি থাকলে সুনিষ্ট একটি ব্যানারের মাধ্যমে দলীয় কর্মকান্ড পরিচালত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সু সংগঠিত ভাবে সংগঠনের কর্মকান্ড পরিচালনা করতে সক্ষম হতো। এ জন্য মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠনের কোন বিকল্প নেই। কর্মীদের মতে, মহানগরের ২৭টি ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোর মেয়াদ ফুরিয়ে গেছে অনেক বছর থরে। মেয়াদ উর্ত্তীণ কমিটি দিয়েই পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড। দলের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে আওয়ামী লীগকে নতুন করে সাজানো এখন সময়ের দাবি। এ ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা। কর্মীদের অভিযোগ, মহানগর আওয়ামীলীগের নেতারা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত সময় কাটাচ্ছে। অনেকেই এখন আঙ্গুল ফুলে কলাগাছ বলে গেছে। পাশাপাশি যোগ্যতা না থাকলেও পদ-পদবী আকরে রেখেছেন মহানগর আওয়ামীলীগের অনেক নেতা। কেউ বা আবার রাজনীতির মাঠে না থাকলেও বিএনপির নেতাদের সাথে মিলে ব্যবসা করছেন। আবার ব্যবসার মুনাফা নিয়ে বিদেশ ভ্রমন করছেন।
Comment Heare
ডান্ডিবার্তায় স্বাগতম

সদ্যপাওয়া
এই কাল এই সময়

আর কত লাশে কঠোর হবে প্রশাসন?
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মতে গত ৬৬ দিনে মৃত্যুর সংখ্যা ৮৯ জনে দাঁড়ালেও জেলার বিভিন্ন স্থানে করোনা উপসর্গে আরো অনেকের মৃত্যু ঘটেছে যার হিসাব স্বাস্থ্য বিভাগের কাছে নেই। গতকাল সোমবার দিন ভর শহর ঘুরে […]
মন্তব্য প্রতিবেদন

আ’লীগের অনৈক্যের কারিগড় কে?
হাবিবুর রহমান বাদল আওয়ামীলীগ টানা একযুগ ধরে ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও তাদের সহযোগি সংগঠনগুলির মধ্যে স্পষ্টত বিভাজন বিরাজ করছে। শহরের এপার-ওপার দুই মেরুতে আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনগুলি অবস্থান করছে এটা দিবালোকের মত সত্য হলেও নারায়ণগঞ্জের পেশাদার সাংবাদিকরা এই বিভাজন দুর […]
বিশেষ প্রতিবেদন

দুর্নীতিমুক্ত চিকিৎসা সেবা চায় না’গঞ্জবাসী
হাবিবুর রহমান বাদল বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও দুই মাস সাংসদ শামীম ওসমান প্রধানমন্ত্রীর দফতরসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৌড় ঝাপের পর অবশেষে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যার করোনা হাসপাতালে আইসিইউ’র বেড এসেছে। ইতিমধ্যে আইসিইউ’র যন্ত্রপাতি আসলেও বেডের অভাবে এরই মধ্যে নারায়ণগঞ্জ […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:২৮ পূর্বাহ্ণ
- ১২:১৩ অপরাহ্ণ
- ১৬:০০ অপরাহ্ণ
- ১৭:৪০ অপরাহ্ণ
- ১৮:৫৬ অপরাহ্ণ
- ৬:৪৩ পূর্বাহ্ণ
অতিথি কলাম

জয় হোক মানবতার
রণজিৎ মোদক তুমি কবে যাবে জানিনা। তুমি বিশ্ববাসীকে যা শিক্ষা দিলে, তা ভুলার নয়। তুমি প্রেম-প্রীতির ভালোবাসার ঘরে অবহেলা ঘৃণা মৃত্যুভয় রোপণ করেছো। রক্তের সাথে রক্তের- ভয়-ভীতির সৃষ্টি। ছুইওনা ছুইওনা এখানে নিশ্চিত মরণ। স্বামী-স্ত্রী, পিতা-পুত্র ও জ্ঞাাতি গোষ্ঠীর মধ্যে সর্বত্র […]
ফিচার বার্তা

দায়িত্ব অবহেলায় সরকারি টেলিফোনের কদর কমেছে
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে দায়িত্ব অবহেলার কারনে সরকারি টেলিফোনের কদর কমে গেছে। এক সময়ে বন্দর উপজেলায় ব্যপক চাহিদা ছিল টেলিফোনের, বর্তমানে সরকারি টেলিফোনের কোন চাহিদা নেই। নানা সমস্যায় জর্জরিত টেলিফোন সংযোগগুলো। উপজেলার গুরুত্বপুর্ণ সরকারি অফিস, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে বছরের পর […]
মন্তব্য করুন